Networking - EDUCATION

Breaking

Around the World

Sunday, August 11, 2024

Networking

নেটওয়ার্কিং কী?

বলা হয়ে থাকে, your network is your net worth. অর্থাৎ আপনি কোন কোন মানুষের সাথে প্রফেশনালি কানেক্টেড তা অনেক সময় চাকরি বা ব্যবসার বাজারে আপনার মূল্য নির্ধারণ করে দেয় নেটওয়ার্কিং একটি communication system যেখানে আপনি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে একটা professional সম্পর্ক তৈরী করেন যা উভয় পক্ষের জন্য বেনিফিশিয়াল

প্রথমত, প্রফেশনাল নেটওয়ার্ক কিন্তু আসলে ফেভার চাওয়ার জায়গা না এটা কোল্যাবোরেট করবার জায়গা, একসাথে কাজ করবার জায়গা এখানে অবশ্যই গাইডেন্স চাওয়ার বা মেন্টরশিপ গ্রহণের সুযোগ আছে, কিন্তু তা অবশ্যই নৈতিক পদ্ধতিতে হতে হবে ধরনের তথ্য চাওয়া গাইডেন্স দেওয়া নেটওয়ার্কিংয়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ

নেটওয়ার্কিং কিন্তু শুধুমাত্র অভিজ্ঞ উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে করতে হয় ব্যাপারটা একদমই তেমন না আপনার সমবয়সী বা সমকক্ষ ব্যক্তি কিংবা আপনার যারা আছেন তাদের সাথে আপনি প্রফেশনালি নেটওয়ার্ক করতে পারেন আবার যারা আপনার থেকেও নবীন কিংবা আপনার ফিল্ডে নতুন কাজ করতে শুরু করেছেন তাদের সাথে নেটওয়ার্কিং করেও আপনি প্রফেশনালি বেনিফিটেড হতে পারেন

নেটওয়ার্কিং কিভাবে করবেন?

নিজের সোশ্যাল সার্কেলকে প্রফেশনাল নেটওয়ার্কে পরিণত করুন:

ধরুন, আপনার স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সার্কেল যাদের সাথে আপনার প্রায়ই দেখা হয়, এর মধ্যে একটা ছোট্ট সময় বের করুন প্রফেশনাল কনভারসেশন এর জন্য প্রত্যেকের প্রফেশনাল লাইফে কী চলছে, কার কর্মস্থলে নতুন ওপেনিং তৈরি হয়েছে যা হয়তো আপনার জন্য প্রযোজ্য, কার বিজনেসে কোল্যাবোরেট করবার সুযোগ রয়েছে এই জিনিসগুলো জানবার চেষ্টা করুন পাশাপাশি আপনার প্রফেশনাল লাইফ তাদের সাথে শেয়ার করুন

Event, training, workshops:

আপনি যেই ফিল্ডে কাজ করেন বা কাজ করতে চান সেই ফিল্ডে ছোট ছোট ট্রেনিং, ওয়ার্কশপ, ইভেন্ট আপনার আশেপাশে কোথায় হচ্ছে তা সবসময় খোঁজ রাখুন ফেইসবুক বা লিংকডিনে

ধরনের ইভেন্টের খোঁজ পেলে attend করবার চেষ্টা করুন ধরনের ইভেন্টে চমৎকার নেটওয়ার্কিংয়ের সুযোগ থাকে ইভেন্টে গিয়ে শুধুমাত্র ট্রেইনার কিংবা ওয়ার্কশপ ফ্যাসিলিটেটর এর সাথেই নেটওয়ার্কিং করতে হবে ব্যাপারটা তা নয় ওই ফিল্ডে অন্য যারা কাজ করছে, যারা ট্রেইনিং গ্রহণ করতে এসেছেন তাদের সাথেও নেটওয়ার্কিং করতে পারেন

LinkedIn:

ডিজিটাল পৃথিবীর প্রফেশনাল নেটওয়ার্কিং-এর মহা মিলনমেলা হচ্ছে LinkedIn বিজনেস, জব অথবা ফ্রিল্যান্সিং জগতের তরুণ প্রবীণ অভিজ্ঞ অনভিজ্ঞ সকল প্রকার মানুষ এই প্লাটফর্মে পরস্পরের সাথে নেটওয়ার্কিং করে এবং নতুন কাজের জায়গা এবং নতুন কাজের মানুষ উভয়ই খুঁজে নেয় অর্থাৎ যিনি কাজ খুঁজছেন তার জায়গাও লিংকডইন আর যিনি কাজ করবার জন্য মানুষ খুজছেন তার জায়গাও লিংকডইন

Don't Burn the Bridge:

ইংরেজিতে বার্ন দ্যা ব্রিজ কথাটির অর্থ হচ্ছে সম্পর্ক নষ্ট করা আমরা অনেকেই আমাদের প্রফেশনাল জীবনে চাকরি বা ব্যবসা করতে গিয়ে বিভিন্ন তিক্ত অভিজ্ঞতার কারণে বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করি কথায় বলে, ইটস অ্যা স্মল ওয়ার্ল্ড দেখা যায় ঘুরে ফিরে কোনো-না-কোনোভাবে ওই মানুষগুলোর সাথেই আমাদের কিছু একটা কাজ পড়ে যায় ওই মানুষগুলো আমাদের জীবনের ক্লায়েন্ট হয়ে বা পার্টনার হয়ে ফিরে আসে অথবা, আপনি ওই মানুষগুলোর সাথে একটা কমন নেটওয়ার্ক শেয়ার করেন তাই প্রফেশনাল জীবনে হঠাৎ কথা কাটাকাটি করে সম্পর্ক ছিন্ন করা একদমই উচিত না কোথাও চাকরি ছেড়ে দেওয়া বা বিজনেস রিলেশনশিপ শেষ করতে হলে সেটাও বেশ amicably, শ্রদ্ধার সাথে করা উচিত যাতে ভবিষ্যতে এই ঘটনাটা আপনার নেটওয়ার্কে সমস্যা হয়ে না দাঁড়ায়

Connect Your Networks:

আমরা অনেকেই ফেসবুক বা লিংকডইনে বিভিন্ন কাজের বা চাকরির ওপেনিং দেখি বেশীরভাগ ক্ষেত্রে সেটা যদি আমাদের নিজেদের জন্য প্রযোজ্য না হয় তাহলে আমরা সেগুলো এড়িয়ে যাই এক্ষেত্রে আপনি যেই কাজটি করতে পারেন তা হলো, আপনার নেটওয়ার্কের অন্য কেউ যদি সেই কাজের জন্য উপযুক্ত হয় তাকে অপরচুনিটির সাথে কানেক্ট করে দিতে পারেন এইযে আপনি দুই পক্ষকে হেল্প করলেন, এতে করে আপনার নেটওয়ার্ক টা আরো স্ট্রং হলো আপনি নিজের নেটওয়ার্কে আরো রিলায়েবল মানুষ হিসেবে পরিচিত হলেন

No comments:

Post a Comment