নবীন বরন
নবীন
বরন, নবীন বরন
তোমাদেরি
করবো বরন
নেই
আয়োজন নেই আবরন
পেতেছি
মোরা হৃদয়ে আসন
আড়ম্বরের
কি প্রয়োজন?
নবীন
বরন, নবীন বরন
তোমরা
নবীন ঝর্নাধারা
এগিয়ে
চলো বাঁধনহারা
আলোর
পথের যাত্রী হয়ে
অজ্ঞানতার
বাঁধ পেরিয়ে।।
নবীন
বরন, নবীন বরন
মোরা
হলেম দ্বীনের সাথী
কারুর
কাছে হাত না পাতি
শুধু
করি খোদার স্মরণ
ভয়
করিনা জীবন মরন।।
নবীন
বরন, নবীন বরন
কেন
থেমে গেল ও চরন?
কেন
শুধু এত আলাপন?
বুঝেছি
বুঝেছি এই নিকেতন
এই
খানেতে জ্ঞান আহরন।।
০৯/০৫/২০০৫ ইং
No comments:
Post a Comment