পৃথিবী আজ
পৃথিবী আজ শুকনো পাতার মত
নির্জনতায় পড়ে আছে গাছটির নিচে ।
সজিবতা নেই আজ, শিশিরের স্নিগ্ধতায়,
রোদের হাসিতে যেন মলিনতার ভাব,
সৌন্দর্যতা বদ্ধ কুটিরে নিরবে কাঁদে,
হাসির ঝলক আজ কান্নার ফোয়ারা ।
অবুজ আজ পেয়েচছ জমকালো একটি চাদর,
যা তাকে জড়িয়ে ধরেছে লতার মতো ।
চাঁদের আলো ফেলে, কৃত্রিমের আগমনি
রাস্তার পাশে মশার লাস পড়ে থাকতে দেখা ।
আকাশে মরিচিকার বাস, যা আমার প্রাণে
বেদনার সঞ্চারণ, দুঃখের নিদরুন মাঘ ।
৩০/১১/২০০৫ ইং
No comments:
Post a Comment