যে কারণে মোটা হচ্ছে শিশুরা! - EDUCATION

Breaking

Around the World

Thursday, February 2, 2017

যে কারণে মোটা হচ্ছে শিশুরা!


খেলার মাঠ নেই। খেলাধুলা নেই
নেই শরীরচর্চা। নেই বাবা-মার সঙ্গ। আছে শুধু স্কুল, ঘাড় গুঁজে পড়া, কম্পিউটার আর মোবাইল। যার ফলে মোটা হচ্ছে বাচ্চারা

ভারতের ২৬টি রাজ্যের ৮৬টি শহর, ৩২৬টি স্কুল, লক্ষ ৬৯ হাজার ৯৩২ জন পড়ুয়া, থেকে ১৭ বছরের মধ্যে বয়সের পড়ুয়াদের ওপর সমীক্ষা চালিয়েছিল এডু স্পোটর্স নামের একটি সংস্থা। তাদের সেভেনথ অ্যানুয়াল হেলথ ফিটনেস স্টাডি রিপোর্টে তথ্য তুলে ধরা হয়েছে
ওজন উচ্চতার তুলনায় শরীরে অতিরিক্ত ফ্যাটের পরিমাণ কত? তা মাপা হয় বডি ম্যাচ ইনডেক্স বা বিএমআই এর সাহায্যে। থেকে ১৭ বছর বয়সী শিশুদের শরীরে আদর্শ বিএমআই রেঞ্জ হল ১৫ থেকে ২২। কিন্তু এডু স্পোটর্স এর সমীক্ষায় দেখা গেছে, থেকে ১৭ বছর বয়সী স্কুলছাত্রদের শরীরে ফ্যাটের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি। এমনটা চললে মহামারির আকার নেবে

 সূত্র: জিনিউজ

No comments:

Post a Comment