নখ দ্রুত বড় ও শক্ত করার উপায় -
বেশির ভাগ মেয়েরাই চাই সুন্দর বড় ও লম্বা নখ রাখতে। বড় নখ মেয়েদের হাতকে সুন্দর করে তোলে। আর লম্বা নখে nail paint বা jell paint করা যায় এতে নখ বেশি আকর্ষণীয় দেখায়।
আর এই বড় ও শক্ত নখ করতে যত্ন নিতে হবে।
প্রথমে একটি পাত্রে এক চা চামচ ভ্যাসলিন নিয়ে নিন এবং এর মধ্যে এক চা চামচ অলিভ অয়েল আর দুইটি ভিটামিন E ক্যাপসুল। এবার এগুলো ভালো করে মিশিয়ে নিন। এখন এটি তৈরি হয়ে গেছে। প্রতিদিন রাতে শোয়ার আগে এটি নখে লাগিয়ে নিয়ে ম্যাসাজ করুন। এটি নখকে দ্রুত মজবুত করে তোলে। নখ দ্রুত লম্বা ও বড়ো হয়।এটি নখকে খুবই ব্রাইট আর উজ্জ্বল করে তোলে। নখ গুলো খুবই আকর্ষণীয় হয়। এটা মাত্র ৭ দিন ব্যবহার করলে আপনি ম্যাজিক এর মতো ফলাফল পাবেন।
No comments:
Post a Comment