সন্তানকে নেতিবাচকতা থেকে বাঁচান - EDUCATION

Breaking

Around the World

Friday, August 8, 2025

সন্তানকে নেতিবাচকতা থেকে বাঁচান

 

 

সন্তানের মস্তিষ্কে তার কোন আত্নীয় ( মামা, চাচা, খালা ফুপু ইত্যাদি)

এদের সম্পর্কে ঋণাত্মক ভাবনা প্রবেশ করানোর মত বোকামি আর হয়না!

আপনি আপনার নিজ আত্নীয় অথবা ইন লজদের  কাউকে পছন্দ করেন না, ঠিক আছে।ওটা আপনার সমস্যা, আপনার
মানসিক নানা দ্বন্দ থাকতে পারে।

নানা অঘটন হইতে পারে, নানা ঘটনার ভুল ট্রান্সলেশন হইতে পারে!

এইটা আপনার নিজস্ব  খারাপ লাগা!

সেই খারাপ লাগাটা নানা আলাপে, ইংগিতে আপনার  সন্তানের মধ্যে ঢুকায়া দিয়েন না দয়া করে!

এতে দুইটা সিরিয়াস সমস্যা হয়,

সমস্যা নম্বর এক/

মানুষে মানুষে কমিউনেকেশনে যে ভাষা আমরা ব্যবহার করি, তা কেবল মামুলি ইনফরমেশন নহে!
তা চিন্তার একেকটা  সুতা!
আপনি যে ভাবে বাক্যটা বলছেন, রিসেপ্টিভ ব্রেইনটাকে ঐভাবে চিন্তা করতে একটা সাবকনশাস ড্রাইভ দিচ্ছেন বেসিক্যালি!

আপনি নেগেটিভ কথা বলবেন, আপনার সন্তান নেগেটিভ চিন্তায় ট্রেইনড হইতে থাকবে! সকল সারকামস্ট্যান্সে, সকল ঘটনা, সে ঋণাত্মক ভাবে নেয়ার বাজে অভ্যাস তৈরি করে ফেলবে!

আর ঋণাত্মক মস্তিষ্ক হচ্ছে দুনিয়ার সবচেয়ে আন স্যাটিসফায়েড,  সবচেয়ে  অসুখি মস্তিষ্ক!

( আপনি নিশ্চই আপনার সন্তানকে ধীরে ধীরে অসুখি হয়ে উঠতে দেখতে চাননা! )

সমস্যা নম্বর দুই/
আপনার সাথে আপনার ইন লজ দের / আত্নীয়দের সম্পর্ক যাই থাক

সে সম্পর্ক আপনার বাচ্চার সাথেও হবে এটা ভাবার কোন কারন নাই!
আপনাদের মাঝে প্রবল মান অভিমান থাকার পরেও,  বেশিরভাগ ক্ষেত্রেই বড় মানুষরা, তার আত্নীয়র  বাচ্চা দেখলেই  মনের মধ্যে একধরনের তীব্র ভালোবাসা টের পায়!

ঐ ভালোবাসার সম্ভাবনা টুকু গলা চেপে হত্যা করবার দরকার নাই!

এ পৃথিবীতে, শত কোটি মানুষের ভীড়ে   আপনার সন্তানকে ভালোবাসবে ক টা মানুষ বলেন?

ঐ সে মামা, চাচা, ফুপুরাই তো মাথায় হাত বুলায়া কাঁদবে!

সে কাঁদার ডেপথ টা আপনার বুঝতে হবে।

সন্তানের বেচে থাকার মহা জরুরি সেসব ভালোবাসার নদীগুলো  দয়া করে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন!

আপনার সন্তানের বড় বেলার পৃথিবী  বিশৃঙ্খল,  ক্রুয়েল আর বড্ড কঠিন।

সন্তানকে নেতিবাচকতা থেকে বাঁচান
এই উৎসের লেখক অভিভাবকদের সতর্ক করছেন যে তারা যেন তাদের সন্তানদের মনে আত্মীয়দের সম্পর্কে নেতিবাচক ধারণা ঢুকিয়ে না দেন। লেখক জোর দিয়ে বলছেন যে একজন প্রাপ্তবয়স্কের নিজের আত্মীয়দের প্রতি ব্যক্তিগত অপছন্দ তাদের নিজেদের সমস্যা এবং এটি তাদের সন্তানদের মধ্যে প্রবেশ করানো উচিত নয়। এই ধরনের আচরণ দুটি গুরুতর সমস্যা তৈরি করতে পারে: প্রথমত, এটি শিশুদের নেতিবাচকভাবে চিন্তা করতে এবং সমস্ত পরিস্থিতিতে নেতিবাচক দিক দেখতে শেখায়, যা তাদের অসন্তুষ্ট এবং অসুখী করে তোলে। দ্বিতীয়ত, এটি শিশুদের এবং তাদের আত্মীয়দের মধ্যে সম্ভাব্য ভালোবাসার সম্পর্ককে ধ্বংস করে দেয়, যদিও প্রাপ্তবয়স্কদের মধ্যে সম্পর্ক খারাপ থাকে তবুও আত্মীয়রা শিশুদের প্রতি গভীর স্নেহ অনুভব করতে পারে। লেখক পরামর্শ দেন যে অভিভাবকদের উচিত এই গুরুত্বপূর্ণ ভালোবাসার সম্পর্কগুলোকে রক্ষা করার চেষ্টা করা, কারণ এটি একটি শিশুর সুখী ভবিষ্যতের জন্য অপরিহার্য।

No comments:

Post a Comment