মুখের ত্বকের এলার্জি নিরাময়ে ঘরোয়া উপায় -
এলার্জির কারণে মুখের চামড়ায় ছোট ছোট দানার মতো, ত্বক শুকনো ও খসখসে হয়ে যায়, ত্বকে ফোসকা পড়ে। নিম পাতা ত্বকের লালচে ভাব,ফোলা ভাব এবং চুলকানি দূর করে। নিম পাতা পেস্ট করে মুখে লাগিয়ে নিন। তারপর ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে মুখের এলার্জির সমস্যা ও অন্যান্য সমস্যা দূর করবে।
এলোভেরা জেল ত্বকের এলার্জির জন্য অন্যতম প্রধান প্রতিকার। এক চা চামচ এলোভেরা জেল নিয়ে মুখের আক্রান্ত স্থানে সম্পূর্ণ মুখে জেলটি লাগিয়ে রাখুন। তারপর ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত কয়েকদিন এটা ব্যবহার করুন। এটাতে মুখের এলার্জির খুবই ভালো উপকার হবে।
No comments:
Post a Comment