কেন? - EDUCATION

Breaking

Around the World

Saturday, September 25, 2021

কেন?

 কেন?
স্বাধীন হয়েছে দেশ
স্বাধীন হয়েছে জাতি
তবু কেন
এত হানাহানি?
কেন ঝরে রক্ত?
লাল হয় রাজপথ?
লাসে লাসে ভরে যায়
কেন এই মাঠ?
কেন এই হত্যা?
কেন এই মন?
কেন এই বোমাবাজি?
কেন এই ক্ষন?
কেন চলে দলাদলি
মানুষের মাঝ?
কেন মারে ভালো মানুষ
নষ্টা আফাজ?
স্বাধীনের পরে কেন
নৈরাজ্যবাদ?
জ্ঞানি মানুষ কি
এখনো অবোধ?
সোনালী দিনের সেই,
সোনালী আলো
এসে কবে ধরা দিবে
দূর হবে কালো ?

    ২০/০৯/২০০৫ ইং

No comments:

Post a Comment