Way To Get Rid Of Unwanted Facial Hair - EDUCATION

Breaking

Around the World

Monday, June 6, 2022

Way To Get Rid Of Unwanted Facial Hair

প্রাকৃতিক উপায়ে মুখের অবাঞ্ছিত লোম দূর করুন - 

অনেক মহিলার মুখে বিশেষ করে ঠোঁটের উপর লোম হয়, যা মুখের সৌন্দর্য নষ্ট করে। মেকাপ করলেও এই লোম গুলো দেখা যায়। সাধারণত হরমোন সংক্রান্ত সমস্যার জন্য মুখে লোম ও ঠোঁটের উপর লোম হয়। তবে প্রকৃতিক পদ্ধতির মাধ্যমে আপনি ফেসিয়াল হেয়ার দূর করতে পারেন। 

দুই টেবিল চামচ চিনি ও লেবুর রস এবং ৯-১০ টেবিল চামচ পানি নিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। এবার সেটাকে ৩ মিনিট  এর মতো গরম করুন অল্প আচে। তারপর মিশ্রণটা ঠান্ডা করে নিন। ঠান্ডা হয়ে গেলে ঠোঁটের উপর লাগিয়ে ২০-২৫ মিনিট রাখুন। তারপর ঠান্ডা পানি দিয়ে ভালোকরে ধুয়ে ফেলুন। লেবুর রস প্রকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। গরম চিনি ঠোঁটের উপর লোমের সঙ্গে লেগে যায় যা লোম গুলোকে তুলতে সাহায্য করে।এভাবে আপনি আপনার মুখের অবাঞ্ছিত লোম দূর করতে পারবেন।এটা খুবই

No comments:

Post a Comment