যদি শুধুমাত্র তার সাথে কথা বলতে চান/সেলফি তুলতে চান,
· উপযুক্ত সময় বেছে নিন
· Appropriate সম্বোধন করুন
· সুন্দর করে নিজের পরিচয় দিয়ে তার থেকে অনুমতি নিন
· তার পারসোনাল স্পেসে ঢুকে যাবেন না, তাকে স্পর্শ করবেন না, যথেষ্ট দূরত্ব রাখবেন
# যদি আপনি কোনো কাজের জন্য তার সাথে কথা বলতে চান,
· পরিচয় পর্ব: কথোপকথনের একদম শুরুতে নিজের পরিচয় দেওয়াটা খুবই জরুরী। আর যেহেতু আপনি প্রফেশনাল নেটওয়ার্কিং করতে চান, শুধুমাত্র নাম বলা যথেষ্ট না। আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করেন, আপনার প্রতিষ্ঠান কী নিয়ে কাজ করে এবং সেখানে আপনার ভুমিকা কী তা সংক্ষেপে বলা দরকার।
· কমন গ্রাউন্ড: নিজের পরিচয়টা আরেকটু শক্ত করতে ঐ ব্যক্তির সাথে
আপনার কোনো কমন গ্রাউন্ড থাকলে তা উল্লেখ করুন। যেমন আপনি তাঁর বা তাঁর প্রতিষ্ঠানের সাথে আগে কোনো কাজ করে থাকলে, তাঁর আন্ডারে কোনো ট্রেনিং বা ওয়ার্কশপ করে থাকলে তা উল্লেখ করুন। যদি এমন কিছু না থাকে তাহলে আপনি যে তাঁর একই ফিল্ডে কাজ করছেন এবং তাঁর কাজ দীর্ঘ সময় ধরে ফলো করছেন তা উল্লেখ করুন।
· প্রস্তাবনা: এরপর আসল কাজ। আপনার মূল উদ্দেশ্য তুলে ধরা। ধরি, আপনি ঐ ব্যক্তির সাথে কোনো একটি প্রজেক্টে কোল্যাবোরেট করতে চান বা তাঁর কাছ থেকে গাইডেন্স চান। এ ক্ষেত্রে আপনার প্রজেক্টটা খুব সংক্ষেপে বুঝিয়ে বলা খুব গুরুত্বপূর্ণ। প্রজেক্টের নাম, কোথায় কাজ করছেন, কাদের জন্য করছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ইমপ্যাক্ট। আপনার প্রজেক্ট কী ধরনের ইম্প্যাক্ট রাখতে পেরেছে এবং কী ধরনের ইম্প্যাক্ট রাখতে সক্ষম
· পরবর্তীতে যোগাযোগের ব্যবস্থা নিশ্চিত করা: পিচের পরে যদি ঐ ব্যক্তির কাছ থেকে পজিটিভ রেসপন্স পাওয়া যায় তাহলে পরবর্তী স্টেপ ঠিক করতেহবে। আর এ জন্য প্রয়োজন কন্ট্যাক্ট ইনফরমেশন এক্সচেঞ্জ করা। বেশীরভাগ ক্ষেত্রে তিনি নিজ থেকেই আপনাকে তাঁর কার্ড দিবেন। আর যদি না দেন, তাহলে আপনি আপনার প্রতিষ্ঠানের প্রস্পেক্টাস, কাজের রিপোর্ট বা অন্য কোনো ডকুমেন্ট পাঠানোর অজুহাতে তাঁর কন্টাক্ট ইনফরমেশন চাইতে পারেন।
· ধন্যবাদ জ্ঞাপন: তাঁকে তাঁর সময় ও ধৈর্য সহকারে আপনার কথা শোনার জন্য
ধন্যবাদ দিন। তাঁর সাথে ভবিষ্যতে কাজ করবার আশাবাদ ব্যক্ত করুন। এবং বিদায় নিন। বিদায়টাও গুরুত্বপূর্ণ। পুরো ইভেন্ট জুড়ে তাঁর আশেপাশে ঘুরঘুর করতে থাকলে তিনি অস্বস্তি বোধ করবেন।
· ফলো আপ: কথা বলা তো হয়ে গেলো। কিন্তু বেশীরভাগ নেটওয়ার্কিং এফোর্ট এই পর্যায়ে থেমে যায়, আর আগায় না। আর সেটা শুধুমাত্র ফলো আপের অভাবে। যার সাথে কথা বললেন, নেটওয়ার্কিং করলেন, সে বাসায় পৌঁছানোর আগেই তাঁকে ইমেইল ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান।
# কিছু কাজ করবেন না:
Ø হুট করে ফোন করে করবেন না
Ø গিল্ট ট্রিপ করবেন না
Ø ফেসবুকে বন্ধু হবার জন্য অনুরোধ করবেন না
Ø প্রচুর ব্যক্তিগত আলাপ করবেন না
.
No comments:
Post a Comment