কেটে যাচ্ছে দিন
কেটে যাচ্ছে দিন, আর কেটে যাচ্ছে বেলা।
তবু মোরা করছি কেন হরেক রকম খেলা?
জীবন তরী ভেসে যাচ্ছে, গন্তব্য তার কোথায়?
মৃত্যুর পর থাকবো একা, জানি কি আমরা সবাই?
তবে কেন আজ রক্তপাত আর মিথ্যার ফুল ঝুরি?
হিংসা - বিদ্বেষ ভুলে গিয়ে,
কোরআনের আলোয় গড়ি, জীবনটাকে গড়ি।।
জীবন তরী ভেসে যাচ্ছে, গন্তব্য তার কোথায়?
মৃত্যুর পর থাকবো একা, জানি কি আমরা সবাই?
তবে কেন আজ রক্তপাত আর মিথ্যার ফুল ঝুরি?
হিংসা - বিদ্বেষ ভুলে গিয়ে,
কোরআনের আলোয় গড়ি, জীবনটাকে গড়ি।।
No comments:
Post a Comment