কেটে যাচ্ছে দিন - EDUCATION

Breaking

Around the World

Monday, November 28, 2022

কেটে যাচ্ছে দিন

 

 
 
 
কেটে যাচ্ছে দিন
কেটে যাচ্ছে দিন, আর কেটে যাচ্ছে বেলা।
তবু মোরা করছি কেন হরেক রকম খেলা?
জীবন তরী ভেসে যাচ্ছে, গন্তব্য তার কোথায়?
মৃত্যুর পর থাকবো একা, জানি কি আমরা সবাই?
তবে কেন আজ রক্তপাত আর মিথ্যার ফুল ঝুরি?
হিংসা - বিদ্বেষ ভুলে গিয়ে,
কোরআনের আলোয় গড়ি, জীবনটাকে গড়ি।।

No comments:

Post a Comment