What Not to Ask - EDUCATION

Breaking

Around the World

Friday, April 26, 2024

What Not to Ask

 

যেসব প্রশ্ন করবেন না:

1.       Personal Questions:

·         আপনার বয়স কত?

·         আপনার ওজন কত?

·         আপনার মাসিক উপার্জন কেমন?

·         আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েন?

·         আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক কেমন?

·         সংসার কিভাবে চলে?

 

v  সার্ভে বা গবেষণার জন্য প্রশ্ন করতে হলে, আগে কী সার্ভে এবং তথ্য দিয়ে কী হবে- তা ব্যাখ্যা করুন

v  অন্য প্রয়োজনে ব্যক্তিগত প্রশ্ন করতে হলে, আগে অনুমতি নিন

 

2.       Taunting Questions:

·         তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছো কেন?

·         তোমার মতো ছেলেকে কে বিয়ে করবে?

·         বেকার হয়ে ঘুরছো লজ্জা করে না?

·         তুমি এমন জামা কাপড় পরো, তোমার বাবা-মা তোমাকে কিছু বলে না?

·         তোমার এখনো বিয়ে হচ্ছে না কেন?

·         তোমার এখনো বাচ্চা হচ্ছে না কেন?

 

3.       Questions not to ask in a Professional setting:

·         কি ভাই বেশ চিন্তিত দেখাচ্ছে; ভাবির সাথে ঝগড়া হয়েছে নাকি?

·         আপনি কি বাসায় টাকা দেন, নাকি হাজবেন্ডের টাকায় সংসার চলে?

No comments:

Post a Comment