Youtube থেকে কিভাবে আয় করবেন ?? আসুন জেনে নিই খুঁটিনাটি A to Z আর আয় করা শুরু করি। - EDUCATION

Breaking

Around the World

Thursday, February 2, 2017

Youtube থেকে কিভাবে আয় করবেন ?? আসুন জেনে নিই খুঁটিনাটি A to Z আর আয় করা শুরু করি।

বিশ্বের সবচাইতে View হয় এমন প্রথম তিনটি সাইটের একটি হল Youtube . Youtube-এর নাম শোনেননি এমন কাউকে হয়ত খুজে পাওয়া দুষ্কর 2005 সালে 23 April ইউটিউব যাত্রা শুরু করে কয়েক বিলিয়ন ভিডিও' মালিক এখন Youtube .
কিন্তু আপনি কি জানেন Youtube থেকে আয় করা যায় ??
আজকের টিউনে আমি সেটাই আপনাদের দেখাব

যা যা লাগবেঃ
1. Camera
2. Youtube account
3. Google Adsense Account (১৮ কিংবা তার বেশি বয়স হতে হবে)
4. Computer বা Mobile বা অন্য কিছু, যার দ্বারা আপনি Youtube- ঢুকবেন
5. Regular Video Upload
এখন আমরা ধাপে ধাপে কাজগুলো শিখে নিবঃ

Youtube Account তৈরি
·         Youtube - প্রথমে Account খুলুন যদি আগে থেকেই Account থাকে তবে ওটাই ব্যবহার করতে পারেন
·         আপনার Channel খুঁজে পেতে Keyword ব্যবহার করুন
·         আপনার Account-এর সঠিক ধরণ নির্বাচন করুন (যেমনঃ যদি Movie নিয়ে কাজ করেন Director Account দিন )
·         Username অবশ্যই ছোট রাখুন, এতে দর্শক মনে রাখতে পারবে

Video Upload করা
Account- প্রথমে Sign in করুন এরপর উপরে দেখুন UPLOAD লেখা আছে সেখানে ক্লিক করে Video Upload করুন
যেই বিষয়গুলো মনে রাখবেনঃ
·         Video' Quality যেন ভাল হয় (আমি বলতে চাইছি, আলতু-ফালতু Video দিবেন না)
·         Video যেন খুব বেশি বড় না হয়
·         Account Type-এর দিকে লক্ষ রেখে Video upload করবেন
·         ভাল Software-এর সাহায্যে Video Edit করলে ভাল হয়

দর্শক বাড়ান
এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়
·         Youtube- কিছু Friend তৈরি করে ফেলুন
·         দর্শকদের কমেন্ট করতে বলুন
·         নিজে কমেন্টের Reply দিন

Youtube-এর Partner হয়ে যান
হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি Youtube-এর Partner হলে কিছু এক্সট্রা Facility পাবেন, যা আপনার আয় বাড়িয়ে দিতে বড় ভুমিকা রাখতে পারে

Google Adsense
প্রথমেই Google adsense-এর কথা বলেছিলাম ওরা আপনার বয়স বেঁধে দিয়েছে, যার জন্য ১৮ কিংবা তার চেয়ে কমবয়সীরা Allowed না
যাইহোক, Google Adsense সেটআপ এর কথা আজ বলব না, টেকটিউনসে এই বিষয় নিয়ে অনেক ভাল ভাল টিউন আছে


Video' Market বাড়িয়ে দিন
Video শুধু Youtube- রাখলেই হবে ?? না, হবে না
পুরো ইন্টারনেট- ছড়িয়ে দিন আপনার ব্লগে, ফেসবুকে, টুইটারে সব জায়গায় Video শেয়ার করুন

কিছু কার্যকরী টিপস
·         Regular ভিডিও আপলোড করবেন
·         Tag নির্বাচন করবেন সঠিকভাবে
·         ভিডিও description যেন প্রাঞ্জল ভাষায় হয়, সেদিকে লক্ষ রাখবেন
·         দর্শকের পছন্দ-অপছন্দ কে প্রাধান্য দিন
·         দর্শকের রুচি অনুযায়ী ভিডিও আপলোড করুন
·         Camera ব্যবহারের দক্ষতা বাড়াতে হবে
·         আপনাকে প্রচুর সময় দিতে হবে

কিছু কথা
·         কিছু দর্শক খারাপ মন্তব্য করবেই, এতে ভেঙে পড়বেন না
·         প্রথম প্রথম ভাল আয় হবে না এতে ভিডিও আপলোডের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবেন ?? না, কখনই না
আশাকরি টিউনটি আপনাদের অনেক কাজে দিবে
ভাল লাগলে একটা কমেন্ট করবেন।
ধন্যবাদ


No comments:

Post a Comment