করনীয় - বর্জনীয় (দ্বিতীয় অধ্যায়) - EDUCATION

Breaking

Around the World

Thursday, December 26, 2024

করনীয় - বর্জনীয় (দ্বিতীয় অধ্যায়)



দ্বিতীয় অধ্যায়
১। সকালে নাস্তা খাওয়ার পর কী করতে হবে?
সকালে নাস্তা খাওয়ার পর স্কুলে যেতে হবে। স্কুল যদি বন্ধ থাকে তবে বাড়িতে পড়তে বসতে হবে।
 
২। অন্যের গ্লাসে পানি পান করা কি ঠিক?
অন্যের গ্লাসে পানি পান করা ঠিক না।
 
৩। পায়ের উপর পা তুলে বসা কি ঠিক?
পায়ের উপর পা তুলে বসা একটি বদ অভ্যাস। গুরুজনের সামনে বা অনেকের মাঝে কখনও পায়ের উপর পা তুলে বসা ঠিক না।
 
8। আঙ্গুল মটকালে কী হয়?
আঙ্গুল মটকানো একটি বদ অভ্যাস, লোকের সামনে কখনও আঙ্গুল মটকানো ঠিক না।
 
৫। কোন ভুল বা অন্যায় হয়ে গেলে কী করতে হয়?
কোন ভুল বা অন্যায় হয়ে গেলে নিজে মনে মনে কষ্ট পেতে হয়। যার সাথে অন্যায় করেছি তার কাছে ক্ষমা চাইতে হয়। সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতে হয়। মা-বাবাকে ঘটনাটা বলতে হয়।
 
৬। কেউ কোন কাজ করতে বললে কী করব?
কাজটি করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। যদি কাজটি করতে না পারি তবে কেন কাজটি করতে পারছি না সেটা তাকে বুঝিয়ে বলব।
 
৭। নিজের জামাকাপড় কে পরিস্কার করবে?
নিজের জামাকাপড় নিজেকে পরিস্কার করতে হবে।
 
৮। বাড়িতে কেউ এলে কী করব?
হাসিমুখে সালাম দেব। বসতে বলব। থাকা খাওয়ার ব্যবস্থা করব।
 
৯। বাড়ির বাইরে যাবার পূর্বে কাকে বলে যাব?
বাড়ির বাইরে যাবার পূর্বে বাবা-মাকে বলে যাব। বাবা-মা বাড়িতে না থাকলে বাড়ির বড়দের বলে যাব। কোথায় যাচ্ছি এবং কখন ফিরব তা বলে যাব।
 
১০। অন্যের ব্যবহারে কষ্ট পেলে কী করব?
চুপ করে থাকব। ঝগড়া করব না। গালি দেব না।
 
১১। লোকের সামনে কি দাঁত খিলাল করা যায়?
লোকের সামনে দাঁত খিলাল করা ঠিক না। নাকের ময়লা বের করা বা কান পরিস্কার করা ঠিক না। আর কখনও যদি ভুলে এমন কাজ করা হয়ে যেয়ে থাকে তবে ময়লাটা দূরে ফেলব।
 
১২। কেউ তোমার কাছে কিছু রাখতে দিলে কী করবে?
জিনিসটা যত্ন সহকারে রাখব। সময়মত ফেরত দেব।
 
১৩। অন্যকে বিরক্ত করা কি ঠিক কাজ?
অন্যকে বিরক্ত করা কখনও ঠিক না।
 
১৪। খালি গায়ে থাকা কি ঠিক?
খালি গায়ে থাকা ঠিক না। বিশেষ করে বাইরের লোকের সামনে খালি গায়ে যাওয়া যাবে না।
 
১৫। বসে পা-নাড়ানো বা পা-নাচানো কি ভাল অভ্যাস?
বসে পা-নাড়ানো বা পা-নাচানো একটি খারাপ অভ্যাস। গুরুজনের সামনে বা অনেক লোকের সামনে এটা করা ঠিক না।
 
১৬। অপচয় করলে কী হয়?
যে অপচয় করে সৃষ্টিকর্তা তাকে পছন্দ করে না। অপচয়কারী নিজের ধ্বংস ডেকে আনে।
 
১৭। কোন ধরণের বই বেশি পড়ব?
ধর্মীয় বই বেশি পড়ব।
 
১৮। কোন ধরণের কাজ বেশি করব?
ধর্মীয় কাজ বেশি করব।
 
১৯। কোন ধরণের কাজ করা মোটেও ঠিক না?
যে কাজ করলে অন্যের ক্ষতি হয় সে কাজ করা মোটেও ঠিক না।
 
২০। নিজের দোষ ধরব নাকি অন্যের দোষ ধরব?
নিজের দোষ ধরব। অন্যের দোষ ধরতে যাব না।
 
২১। জন্মদিন পালন করা কি ঠিক হয়?
মুসলমানদের ধর্মমতে জন্মদিন পালন করা ঠিক না।
 
২২। ঘরের মধ্যে থুথু ফেলা কি ঠিক হয়?
ঘরের মধ্যে, বারান্দায় থুথু ফেলা যাবে না। থুথুতে প্রচুর জীবাণু থাকে যা অন্যের স্বাস্থ্যগত সমস্যা হতে পারে।
 
২৩। পানির-ট্যাপ খুলে রেখে যাওয়া কি ঠিক?
পানির-ট্যাপ কখনও খুলে রাখা ঠিক না। পানি নষ্ট হয়।
 
২৪। কেউ তোমাকে জামা-পেন ইত্যাদি দিলে কী করবে?
নিজেদের কেউ জামা-কাপড়, পেন ইত্যাদি দিলে নেব। আপনজন না হলে মা-বাবার কাছে অনুমতি নিয়ে জিনিসটা নেব। যে দিয়েছে তাকে ধন্যবাদ দেব। সকলকে জিনিসটা দেখাব এবং কে দিয়েছে তা বলব।
 
২৫। বসা অবস্থায় বড় কেউ এলে কী করব?
বসা অবস্থায় বড় কেউ এলে উঠে দাঁড়িয়ে সালাম/নমস্কার দেব। বড়দের বসার পর নিজে বসব বা দাঁড়িয়ে থাকব।
 
২৬। শোয়া অবস্থায় বড় কেউ এলে কী করব?
দাঁড়িয়ে সালাম দেব অথবা বসে সালাম দেব। শোয়া থাকব না।
 
২৭। দাঁড়িয়ে প্রসাব করলে কী হয়?
দাঁড়িয়ে প্রসাব করলে রোগ হয়। লোকে মন্দ বলে। শরীরে ও কাপড়ে প্রসাব লাগতে পারে।
 
২৮। ছেলেদের চুল কেমন হবে?
ছেলেদের চুল ছোট হবে। প্রতিমাসে একবার চুল কাটাতে হয়।
 
২৯। নিজের কাজ কি বাড়ির কাজের লোক দিয়ে করানো যায়?
নিজের কাজ যথাসম্ভব নিজে করতে হয়।
 
৩০। বাড়ির কাজের লোকের সাথে কেমন ব্যবহার করব?
বড়দের সম্মান দিয়ে কথা বলব। সমবয়েসীদের সাথে বন্ধুর মত ব্যবহার করব। ছোটদের আদর করব।
 
৩১। কাউকে কি পা দেখানো ঠিক হয়?
কাউকে পা দেখানো ঠিক না। তবে গুরুজন যদি দেখতে চায় তবে দেখানো যাবে। ডাক্তারকে দেখানো যাবে। পা দেখানো, জিহবা দেখানো, বুড়ো আঙ্গুল দেখানো, জুতা দেখানো খুব খারাপ কাজ। যে জিনিসে মানুষ হাত দেয় তাতে পা দেয়া ঠিক না। যে জিনিস পা দেয়ার জন্য তাতে পা দেয়া যায়। তবে বড়দের জিনিসে পা দেয়া যাবে না।
 
৩২। কাউকে খেতে দিলে কী করব?
কাউকে খেতে দিলে নিজে খাবার তুলে দেব। কোন কিছু দরকার হবে কিনা বারবার জিজ্ঞাসা করব। কিছু দরকার হলে সেগুলো এনে দেব। খাবার শেষ হলে পাত্র, গ্লাস ভেতরে নিয়ে যাব।
 
৩৩। শিক্ষকের কাছে পড়ছ, ভেতর থেকে মা ডাকল, কী করবে?
শিক্ষকের অনুমতি নিয়ে ভেতরে যাব।
 
৩৪। মা-বাবার কাছে টাকা চাওয়া কি ঠিক?
মা-বাবা আমাদের প্রয়োজনীয় জিনিস কিনে দেন। তাদের কাছে টাকা চাওয়া ঠিক না। বিশেষ প্রয়োজন হলে শুধু প্রয়োজনমত টাকা চাইব। অন্য কারো কাছে টাকা চাওয়া ঠিক না।
৩৫। নিজের বিছানা কে গোছাবে?
নিজের বিছানাপত্র নিজে গোছাব।
 
৩৬। রাতে কে বিছানা করবে?
নিজের বিছানা নিজে করব অথবা মা-বাবাকে বিছানা করতে সাহায্য করব।
 
৩৭। কেমনভাবে টয়লেট ব্যবহার করতে হবে?
টয়লেট ব্যবহার করার পূর্বে পানি দিতে হবে। শুকনো স্থানে প্রসাব পড়লে গন্ধ হয়। বসে থাকা অবস্থায় বারবার পানি ঢাললে গন্ধ কম হয়। মুখ বন্ধ করতে হবে। টয়লেট ব্যবহার করার পর বেশি করে পানি দিতে হবে তারপর ফ্লাশ থাকলে ফ্লাশ টানতে হবে। টয়লেটের পানির শব্দ যেন কম হয় সেদিকে খেয়াল রাখতে হবে। হাতে সাবান দিতে হবে। হাত, মুখ, পা ভালভাবে ধুতে হবে। টয়লেট থেকে বের হয়ে সরাসরি খাবারের কাছে বা কোনো লোকের কাছে যাওয়া ঠিক না। কারণ কিছুক্ষণ শরীরে গন্ধ থাকে।
 
৩৮। বাড়িতে মুরব্বি থাকলে তাদের সাথে কেমন ব্যবহার করতে হবে?
মুরব্বিদের খুব শ্রদ্ধা করতে হবে। তাদের কথা শুনতে হবে। তাদের কাজে সাহায্য করতে হবে। তাদের সাথে কখনও এমন কিছু করা যাবে না যেন তাঁরা কষ্ট পান।
 
৩৯। বড়দের সামনে কীভাবে যেতে হবে?
গুরুজনের সালাম দিয়ে ভদ্রভাবে সোজা হয়ে দাঁড়াতে হবে। তাঁদের সামনে যদি টেবিল থাকে তাতে ভর দেব না। কোন কিছু হেলান দেব না। দু হাত সোজা রাখব।
 
৪০। কখন খেলা করব?
বিকেলে খেলা করব।
 
৪১। বড়দের সাথে হাসি-তামাশা করা কি ঠিক?
বড়দের সাথে হাসি-তামাশা করা ঠিক না। বড়রা যদি হাসি-তামাশা করে তবে আমি চুপ করে থাকব। তাদের সাথে হাসি-তামাশা করব না।
 
৪২। বড়দের নিচে বা মেঝেতে বসিয়ে রেখে নিজে চেয়ারে বা উচু জায়গায় বসা কি ঠিক হয়?
বড়দের উচু স্থানে বসতে দিয়ে নিজে নিচু স্থানে বসতে হয়।
 
৪৩। দা-কাঁচি-আগুন এসব নিয়ে খেলা কি ভাল?
দা-কাঁচি-আগুন এসব নিয়ে কখনও খেলব না। খুব বিপদ হতে পারে।
 
৪৪। দা-কাঁচি-ব্লেড, মোমবাতি, হারিকেন এসব জিনিস কোথায় রাখতে হয়?
দা-কাঁচি-ব্লেড, মোমবাতি, হারিকেন এমন স্থানে রাখতে হবে যেন কোন ক্ষতি না হয়। আগুনে কিছু পুড়ে না যায়।
 
৪৫। কোন হাত দিয়ে জিনিস দেয়া-নেয়া করব?
ডান হাত দিয়ে জিনিস দেয়া-নেয়া করব।
 
৪৬। কাউকে কিছু দিতে হলে সেটা কি ছুড়ে দেয়া যায়?
কাউকে কিছু দিতে হলে সেটা ছুড়ে দেয়া ঠিক না। বড়দের কিছু দিতে গেলে কখনও ছুড়ে দেয়া যাবে না।
 
৪৭। বড়দের পেছনে রেখে কি সামনে বসা যায়?
বড়দের সব সময় সামনে বসতে দিতে হবে। বড়দের পেছনে রেখে সামনে বসা ঠিক না।
 
৪৮। ফোনে কেউ কথা বললে তা শোনা কি ঠিক হয়?
ফোনে কেউ কথা বলতে তা শোনা ঠিক না। সম্ভব হলে অন্যস্থানে সরে যাওয়া ভাল।
 
৪৯। কত উচ্চৈঃস্বরে কথা বলব?
কথা এমনভাবে বলব যেন যার সাথে কথা বলছি সে শুনতে পারে। উচ্চৈঃস্বরে কথা বলা ঠিক না। দূরে কারো সাথে কথা বলতে গেলে তার কাছে যেয়ে কথা বলতে হবে। লোকে বিরক্ত হয় এমনস্বরে কথা বলা ঠিক না।
 
৫০। পিতা-মাতার নাম, ঠিকানা জানা কী প্রয়োজন হয়?
পিতার নাম, মাতার নাম, পিতা কী করেন, বর্তমান ও স্থায়ী ঠিকানা, ফোন নম্বর এসব জানা প্রয়োজন।

No comments:

Post a Comment