Why black spots on the lips - EDUCATION

Breaking

Around the World

Saturday, June 4, 2022

Why black spots on the lips


বিভিন্ন কারণে ঠোঁট কালো হতে পারে। যারা অতিমাত্রায় চা-কফি পান করেন তাদের ঠোঁট কালো হতে পারে। এছাড়া অতিরিক্ত মেকআপ অর্থাৎ লিপস্টিক ব্যবহারের কারণে আমাদের ঠোঁট কালো হয়ে যায়। 

আবার অনেকের ঠোঁটের মধ্যে কিছু ব্যবহার না করার পর ও ঠোঁট কালো থাকে এবং ঠোঁটের মধ্যে কালো দাগ দেখা যায়। আর এর কারণ হচ্ছে নিয়মিত যত্ন নেওয়ার অভাব। আর যাদের ধুমপান করার অভ্যাস আছে তাদের ঠোঁটের কথা না হয় ছেড়েই দিলাম। কারণ ধুমপানের অভ্যাস এর কারণে ঠোঁট এতো বেশি কালো হয়ে যায় যা দেখতে খুবই বেমানান লাগে। 

এসব কাজ গুলোর কারণে ঠোঁট কালো হয়ে যায়। তাই ঠোঁট গুলো সুন্দর রাখতে চাইলে এই কাজ গুলো করা বাদ দিতে হবে।

No comments:

Post a Comment