চতুর্থ অধ্যায়
১। মিথ্যা বললে কী হয়?
মিথ্যা বলা মহাপাপ। মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না।
২। অন্যের টাকা-পয়সা নেয়া কি ঠিক?
অন্যের টাকা-পয়সা কখনও নেয়া ঠিক না।
৩। অন্যকে বেশি দেব না অন্য থেকে বেশি নেব?
অন্যকে বেশি দেব কিন্তু অন্যের থেকে কম নেব।
8। অন্যকে ঠকানোর অর্থ কী?
অন্যকে ঠকানোর অর্থ নিজে ঠকে যাওয়া। কারণ পরকালে ফেরত
দিতে হবে।
৫। নিজের না অন্যের মঙ্গলের কথা বেশি ভাবতে হবে?
নিজের চেয়ে অন্যের মঙ্গলের কথা বেশি ভাবতে হবে।
৬। মানুষের উপকার করলে কী হয়?
মানুষের উপকার করলে শান্তি পাওয়া যায়। সব সময় অন্যের উপকার করার চেষ্টা করতে হবে।
৭। দেয়া-নেয়ার ব্যাপারে কেমন নীতি হবে?
লোকের থেকে নেব কম কিন্তু দেব বেশি।
৮। কেউ পথ চিনতে চাইলে কী করব?
সঠিকভাবে পথ চিনিয়ে দেব। সম্ভব হলে নিজে সঙ্গে করে নিয়ে যাব।
৯।বাইরের খাবার খাওয়া কি ঠিক?
বাইরের খাবার খেলে রোগ হয়। এজন্য বাইরের খাবার খাওয়া ঠিক না।
১০। কোন লোকের সাথে দেখা হলে কী করতে হয়?
কোন লোকের সাথে দেখা হলে সালাম/নমস্কার দিতে হবে। কেমন আছে জিজ্ঞাসা করতে হবে। তিনি কোন প্রশ্ন করলে তার উত্তর দিতে হবে।
১১। অনেকের মধ্যে থাকলে কী করবে?
যথাসম্ভব চুপ থাকব। অন্যের কথা শোনব।
১২।বেশি কথা না বলে চুপ করে থাকার উপকারিতা কী?
অন্যের কথা শোনা যায়। জ্ঞান বৃদ্ধি পায়।
১৩। সকলের সাথে কেমন ব্যবহার করতে হবে?
সকলের সাথে ভাল ব্যবহার করতে হবে।
১৪। কেউ সালাম দিলে কী করতে হয়?
কেউ সালাম দিলে হাসিমুখে সালামের জবাব দিতে হয়।
১৫। জীবের প্রতি কেমন ব্যবহার করতে হবে?
জীবের প্রতি দয়া করা উচিত। তাদের বিরক্ত করা ঠিক না। বিনা কারণে কুকুর, বিড়াল, ব্যাঙ ইত্যাদি মারা ঠিক না।
১৬। বাইরে যাবার পূর্বে কী করতে হয়?
বাইরে যাবার পূর্বে হাত, মুখ ভালভাবে ধুতে হবে। ভাল কাপড় পরে মাথার চুল আঁচড়াতে হবে এবং আয়নাতে মুখ দেখে বাইরে যেতে হবে।
১৭। বাইরের থেকে আসার পর কী করতে হয়?
কাপড় পাল্টাতে হবে। ভালভাবে হাত মুখ ধুতে হবে।
১৮। অচেনা লোক কোথাও যেতে বললে কী করব?
অচেনা লোকের সাথে কখনও বাইরে যাব না।
১৯। অচেনা লোক কিছু খেতে দিলে কী করব?
অচেনা লোক কিছু খেতে দিলে তা খাব না। কিছু নিতে বললে তা নেব না।
২০। অন্যের খেলনা, জামাকাপড় ইত্যাদি দেখে তা পাওয়ার জন্য বাহানা করা কি ঠিক?
অন্যের খেলনা, জামাকাপড় ইত্যাদি দেখে তা পাওয়ার জন্য বাহানা করা ঠিক না।
২১। অন্যের রুমাল বা তোয়ালে ব্যবহার করা কি ঠিক হয়?
অন্যের রুমাল বা তোয়ালে ব্যবহার করা ঠিক না।
২২। অন্যরা কথা বললে তার মাঝে কথা বলা কি ঠিক?
অন্যদের কথার মাঝে কথা বলা ঠিক না।
২৩। প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করতে হবে?
প্রতিবেশীর সাথে খুব ভাল ব্যবহার করতে হবে।
২৪। খেলার সাথী বা সমবয়সীদের সাথে কেমন ব্যবহার করব?
সুন্দর ব্যবহার করতে হবে। ঝগড়া করব না। সকলকে নিয়ে মিলেমিশে খেলা করব।
পরিস্কার কাপড় পরে বাইরে যেতে হয়।
২৬। রাস্তায় বা গেটে দাঁড়িয়ে গল্প করা কি ঠিক হয়?
রাস্তায় বা গেটে দাঁড়িয়ে গল্প করা ঠিক না। অন্যদের চলাচলে বাঁধা দেয়া ঠিক না।
২৭।লোকের সামনে কি কাপড় পাল্টানো যায়?
লোকের সামনে কাপড় পাল্টানো যাবে না। আড়ালে যেয়ে কাপড় পাল্টাতে হবে।
২৮। বাইরে গেলে কী করব?
মা - বাবার হাত ধরে থাকব। কোন কিছু নেবার জন্য বাহানা করব না।
২৯। বাইরে যাবার পূর্বে বাথরুম না সারলে কী হয়?
বাইরে যাবার পূর্বে বাথরুম সারতে হয়। বাইরে বা কারো বাড়িতে বাথরুম করা ঠিক না।
৩০।বড়রা কথা বলছেন তখন কী করব?
বড়দের কথার মধ্যে কথা বলব না চুপ করে থাকব।
৩১। দুইজন বসে আছ, বড় জন উঠে দাঁড়ালে কী করবে?
নিজে উঠে দাঁড়াব। বড় জন বসলে নিজে বসব।
৩২। কোন লোক বসে আছে তার দিকে পেছন দিয়ে দাঁড়ানো কি ঠিক হয়?
বসা লোকের দিকে পেছন দিয়ে দাঁড়ানো ঠিক না।
৩৩। ফুটপাত কী কাজে লাগে?
ফুটপাত দিয়ে হাঁটতে হয়। ফুটপাত অর্থ পায়ে হাঁটা পথ।
৩৪। রাস্তার কোন পাশ দিয়ে হাঁটতে হয়?
ফুটপাত না থাকলে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতে হয়। ফুটপাত থাকলে ফুটপাত দিয়ে রাস্তার যে কোন পাশ দিয়ে হাঁটা যায়।
৩৫। রাস্তা কীভাবে পার হতে হয়?
রাস্তার দুই পাশের গাড়ি দেখে রাস্তা পার হতে হয়। জেব্রাক্রসিং থাকলে জেব্রাক্রসিং দিয়ে পার হতে হয়।
৩৬। রাস্তায় টাকা-পয়সা বা কোন জিনিস পড়ে থাকতে দেখলে কী করব? রাস্তায় টাকা-পয়সা বা কোন জিনিস পড়ে থাকতে দেখলে তা নেব না।
৩৭। রাস্তায় ইট, কাঠ, ময়লা ইত্যাদি ফেলা কি ঠিক?
রাস্তায় ইট, কাঠ, ময়লা ইত্যাদি ফেলে রাখা ঠিক না। এতে অন্য লোকের খুব সমস্যা হয়। গুনাহ হয়।
৩৮। রিক্সায় চড়ার সময় কী করতে হয়?
ভাড়া ঠিক করে ও ভাংতি আছে কিনা তা ঠিক করে রিক্সায় উঠব। রাস্তার পাশ দিয়ে রিক্সায় উঠতে হবে ও নামতে হবে। ভালভাবে রিক্সা ধরে বসতে হবে। রিক্সাওয়ালাকে আস্তে চালাতে বলতে হবে। কোথায় যাব তা বলতে হবে।
৩৯। মানুষের মন কীভাবে জয় করা যায়?
উপকার করলে মানুষের মন জয় করা যায়।
৪০। রিক্সাওয়ালা, ফেরিওয়ালা এদের সাথে কেমন ব্যবহার করব?
ভাল ব্যবহার করব। সম্মান দিয়ে কথা বলব।
৪১ । লালবাতি জ্বালানো, ঘন্টা বাজানো বা সাইরেনের শব্দ করা গাড়ি দেখলে কী করব?
অসুস্থ লোক বহনকারী এ্যাম্বুলেন্স, আগুন নেভানো দমকল বাহিনীর গাড়ি, পুলিশের গাড়ি ইত্যাদিতে লালবাতি জ্বলে বা শব্দ হয়। এসব গাড়ি দেখলে তাড়াতাড়ি সাইড দিতে হয়।
৪২। কেমনভাবে পানি বা তরল পদার্থ পান করব?
বসে পানি পান করব। একবারে সম্পূর্ণ গ্লাসের পানি পান করব না। আস্তে আস্তে পানি পান করব।
৪৩। কিসে পানি পান করব?
গ্লাসে ঢেলে পানি পান করব। জগে বা বোতলে মুখ লাগিয়ে কখনও পানি পান করব না। অন্যদের ঐ জগের বা বোতলের পানি পান করতে ঘৃণা করবে।
৪৪। খাবার পর প্লেট কী করব?
ডাইনিং টেবিল থেকে খাবার প্লেটটি সরিয়ে রাখব। সম্ভব হলে ধুয়ে রাখব। অন্য কোথাও গেলে প্লেট কী করব তা তাদের কাছে জিজ্ঞাসা করব।
৪৫। টিউবওয়েলের মুখে হাত দিয়ে পানি পান করা কি ঠিক হয়?
টিউবওয়েলের মুখে হাত দিয়ে পানি পান করা ঠিক না। টিউবওয়েলের মুখে যে ময়লা থাকে তা পানির সাথে পেটে চলে যায়। আর হাতের ময়লা টিউবওয়েলের মুখে লেগে যায়। তাছাড়া অন্য কোন সময় টিউবওয়েলের মুখে হাত দেয়া ঠিক না
৪৬। তুমি লেখাপড়া করছ, কেউ জিজ্ঞাসা করল কী করছ? কী বলবে?
বলব আমি লেখাপড়া করছি। আমরা কোন কোন সময় বলি কী করছি তা দেখতে পারছেন না? এমনভাবে বলা ঠিক না।
৪৭। তোমরা কয়েকজন বসে আছ, কোন কাজে তুমি বাইরে যেতে চাও, কী করবে?
অন্যদের অনুমতি নিয়ে যাব।
৪৮। ঘরের মধ্যে জুতা নিতে হলে কীভাবে নেব?
জুতা খুলে ধুলাবালি ঝাড়া দিয়ে ফেলে দেব। দুই জুতার তলা একত্রে করে এমনভাবে নেব যেন জুতা-স্যান্ডেলের ধুলা-বালি বা পানি মেঝেতে না পড়ে।
৪৯। ছোটদের সাথে খারাপ আচরণ করা ঠিক না কেন?
ছোটদের সাথে খারাপ আচরণ করলে তারা কষ্ট পায়। ছোটরা খারাপ
আচরণ করতে শেখে।
৫০। কেমন লোককে সকলে পছন্দ করে?
সৎ, সত্যবাদী, পরিশ্রমী, পরোপকারী ও হাসিমাখা মুখের লোককে সকলে পছন্দ করে। সব সময় হাসিখুশি থাকতে হয়।
No comments:
Post a Comment