ফেসবুক পেজ ফেসবুক মার্কেটিং এর জন্য বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় মাধ্যম। সেই পেজ কে জনপ্রিয় করতে বা প্রচার করতে আমরা বিভিন্ন ভাবে লাইক বৃদ্ধি করার চেষ্টা করি। অনেকে আবার বিভিন্ন টুলের মাধ্যমে বা লাইক এক্সচেঞ্জ ওয়েবসাইট এর মাধ্যমে পেজের লাইক বৃদ্ধি করে। কিন্তু সেই লাইক গুলো ফেইক হওয়ার কারনে তেমন কোন লাভ হয় না।
আবার কিছু মার্কেটার পেইড এর মাধ্যমে লাইক বৃদ্ধি করে। তবে যদি আপনার পেজে অরগানিকভাবে লাইক বৃদ্ধি করা যায় তাহলে সেই লাইক হবে সবচেয়ে লাভজনক। কিভাবে অরগানিকভাবে লাইক বৃদ্ধি করা যায় তার একটি বিবরণ এখানে তুলে ধরা হলঃ
১. About Menu:
আপনার পেজের About Menu এর প্রত্যেকটি সাব-মেনু এর তথ্য দিন। বেশির ভাগ সময় দেখা যায়, আমরা About Menu নিয়ে ভাবি না, এমন কি কোন তথ্যও প্রদান করি না, যার কারণে পেজ Facebook Search এ তেমন একটা আসে না। সার্চ এ আশার পিছে মূলত কাজ করে About Menu । যেমন – Category, Sub-Category, User Name, Address, Long Description, Short Description ইত্যাদি ।
২. Invite Friends:
আপনার ফেসবুক বন্ধুদের আপনার পেজে লাইক দেয়ার জন্য Invite করুন। Invite আপনি ২ ভাবে করতে পারেন । আপনার পেজে আপনার বন্ধুদের Invite করার একটি সেকসন আছে তার মাধ্যমে আপনি আপনার বন্ধুদের Invite পাঠাতে পারেন, আপনি যদি আপনার সব বন্ধুদের Invite না পাঠিয়ে শুধুমাত্র কোন একটি শহর এর বন্ধুদের Invite পাঠাতে চান তাহলে সেটাও পারবেন । এছাড়া আপনি আপনার বন্ধুদের ব্যক্তিগতভাবে ফেসবুক এ মেসেজ পাঠিয়ে আপনার পেজে লাইক দেয়ার Invite পাঠাতে পারেন ।
৩. Run Contest and Giveaways or Discount Offer:
Contest/Free/Discount এসব অফার এর কারণে পেজে অনেক নতুন ব্যক্তিদের আগমন হয়। জিতে পুরস্কার পাওয়ার জন্য বা ফ্রী কিছু পাওয়ার জন্য আবার যদি কোন সর্ত থাকে যে তার ফেসবুক বন্ধুদের Invite পাঠাতে হবে Contest এর জন্য তখন পেজের লাইক বৃদ্ধি পায় । কিন্তু বর্তমানে এসব Contest দেয়ার আগে মাথায় রাখবেন নতুন ধরণের কোন Contest দেয়ার জন্য, সবাই যেমন ধরণের Contest দেয় ঠিক তেমন ধরণের Contest শুরু করলে লাইক বাড়বে কিন্তু অত বেশি না। নতুন কিছুর প্রতি মানুষের আগ্রহ সবসময় বেশি থাকে ।
৪. শুধু মাত্র সার্ভিস এবং প্রোডাক্ট প্রচার না করাঃ
ফেসবুক সম্পূর্নই মানুষের ইন্টারেস্টের সাথে সম্পর্কিত। এখানে মানুষ যুক্ত হয় বিভিন্ন রকম ইন্টারেস্টিং বিষয়গুলো জানার জন্য অথবা বলার জন্য।তাই সবসময় প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে পোষ্ট করবেন না। আপনার পোষ্টের প্রায় ৮০% বিষয় গুলো হওয়া উচিত ইন্টেরেস্টিং। হোক সেটি সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কিত অথবা অন্য কিছু।
৫. Quality Or Viral কন্টেন্ট পাবলিশ করুনঃ
ফেসবুকের কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করুন কিছু এমন কন্টেন্ট তৈরি করতে যা Quality Or Viral অর্থাৎ যেই কন্টেন্ট সবসময় মানুষের ভালো লাগে, লাইক দেয় এবং শেয়ার করে। এই ধরনের কন্টেন্ট গুলো শেয়ার হয় বলে এর দ্বারা অনেক লাইক পাওয়া যায়। এই কন্টেন্ট বিভিন্ন বিষয়ের উপর হতে পারে যেমনঃ
~ প্রায় মানুষ জিজ্ঞাসা করে এমন কিছু।
~ “How To”ধরনের কন্টেন্ট।
~ টিউটোরিয়াল
~ নিশের উপর গুরুত্বপূর্ন রিসোর্স।
~ ইতিহাস সম্পর্কিত আর্টিকেল ইত্যাদি।
আবার কিছু মার্কেটার পেইড এর মাধ্যমে লাইক বৃদ্ধি করে। তবে যদি আপনার পেজে অরগানিকভাবে লাইক বৃদ্ধি করা যায় তাহলে সেই লাইক হবে সবচেয়ে লাভজনক। কিভাবে অরগানিকভাবে লাইক বৃদ্ধি করা যায় তার একটি বিবরণ এখানে তুলে ধরা হলঃ
১. About Menu:
আপনার পেজের About Menu এর প্রত্যেকটি সাব-মেনু এর তথ্য দিন। বেশির ভাগ সময় দেখা যায়, আমরা About Menu নিয়ে ভাবি না, এমন কি কোন তথ্যও প্রদান করি না, যার কারণে পেজ Facebook Search এ তেমন একটা আসে না। সার্চ এ আশার পিছে মূলত কাজ করে About Menu । যেমন – Category, Sub-Category, User Name, Address, Long Description, Short Description ইত্যাদি ।
২. Invite Friends:
আপনার ফেসবুক বন্ধুদের আপনার পেজে লাইক দেয়ার জন্য Invite করুন। Invite আপনি ২ ভাবে করতে পারেন । আপনার পেজে আপনার বন্ধুদের Invite করার একটি সেকসন আছে তার মাধ্যমে আপনি আপনার বন্ধুদের Invite পাঠাতে পারেন, আপনি যদি আপনার সব বন্ধুদের Invite না পাঠিয়ে শুধুমাত্র কোন একটি শহর এর বন্ধুদের Invite পাঠাতে চান তাহলে সেটাও পারবেন । এছাড়া আপনি আপনার বন্ধুদের ব্যক্তিগতভাবে ফেসবুক এ মেসেজ পাঠিয়ে আপনার পেজে লাইক দেয়ার Invite পাঠাতে পারেন ।
৩. Run Contest and Giveaways or Discount Offer:
Contest/Free/Discount এসব অফার এর কারণে পেজে অনেক নতুন ব্যক্তিদের আগমন হয়। জিতে পুরস্কার পাওয়ার জন্য বা ফ্রী কিছু পাওয়ার জন্য আবার যদি কোন সর্ত থাকে যে তার ফেসবুক বন্ধুদের Invite পাঠাতে হবে Contest এর জন্য তখন পেজের লাইক বৃদ্ধি পায় । কিন্তু বর্তমানে এসব Contest দেয়ার আগে মাথায় রাখবেন নতুন ধরণের কোন Contest দেয়ার জন্য, সবাই যেমন ধরণের Contest দেয় ঠিক তেমন ধরণের Contest শুরু করলে লাইক বাড়বে কিন্তু অত বেশি না। নতুন কিছুর প্রতি মানুষের আগ্রহ সবসময় বেশি থাকে ।
৪. শুধু মাত্র সার্ভিস এবং প্রোডাক্ট প্রচার না করাঃ
ফেসবুক সম্পূর্নই মানুষের ইন্টারেস্টের সাথে সম্পর্কিত। এখানে মানুষ যুক্ত হয় বিভিন্ন রকম ইন্টারেস্টিং বিষয়গুলো জানার জন্য অথবা বলার জন্য।তাই সবসময় প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে পোষ্ট করবেন না। আপনার পোষ্টের প্রায় ৮০% বিষয় গুলো হওয়া উচিত ইন্টেরেস্টিং। হোক সেটি সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কিত অথবা অন্য কিছু।
৫. Quality Or Viral কন্টেন্ট পাবলিশ করুনঃ
ফেসবুকের কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করুন কিছু এমন কন্টেন্ট তৈরি করতে যা Quality Or Viral অর্থাৎ যেই কন্টেন্ট সবসময় মানুষের ভালো লাগে, লাইক দেয় এবং শেয়ার করে। এই ধরনের কন্টেন্ট গুলো শেয়ার হয় বলে এর দ্বারা অনেক লাইক পাওয়া যায়। এই কন্টেন্ট বিভিন্ন বিষয়ের উপর হতে পারে যেমনঃ
~ প্রায় মানুষ জিজ্ঞাসা করে এমন কিছু।
~ “How To”ধরনের কন্টেন্ট।
~ টিউটোরিয়াল
~ নিশের উপর গুরুত্বপূর্ন রিসোর্স।
~ ইতিহাস সম্পর্কিত আর্টিকেল ইত্যাদি।
৬. Relevant Groups:
Relevant গ্রুপ এ আপনার পেজের সবচেয়ে ভালো পোষ্টটি শেয়ার করতে পারেন । যেমন – Clothing Business হলে Buy and Sale Type গ্রুপ এ শেয়ার করতে পারেন । এর মাধ্যমে আপনার ব্যবসায় এর মার্কেটিং হয়ে যাবে এবং সাথে সাথে আপনার পেজের লাইকও বৃদ্ধি পেতে পারে ।
৭. Insights:
বেশিরভাগ Admin পেজের Insights দেখেন না। কিন্তু পেজের Insights দেখা জরুরি। Insights এর মাধ্যমে আপনি জানতে পারছেন কোন ধরণের পোষ্ট আপনার পেজে লাইক দাতারা পছন্দ করছেন কোন ধরণের পোষ্ট পছন্দ করছেন না, প্রতিদিন কত লাইক বারছে কত আন-লাইক হচ্ছে, আন-লাইক কেন হচ্ছে, কোন শহরের লাইক পেজে বেশি আছে, পেজ কি তার টার্গেট অনুসারে যেতে পারছে কিনা ইত্যাদি।
৮. Ask Friends to Invite Their Friends:
আপনি আপনার বন্ধুদের ব্যক্তিগতভাবে অনুরোধ করতে পারেন আপনার পেজে লাইক দেয়ার জন্য তার বন্ধুদের Invite করতে । বন্ধু বন্ধুকে Invite করলে বা মেসেজ দিলে সেটা আরো বেশি গুরুত্ব সহকারে দেখা হয়। বন্ধু তার অ্যাকাউন্ট এ পেজের লিঙ্ক শেয়ার করার মাধ্যমেও তার বন্ধুদের Invite পাঠাতে পারেন ।
৯. Best time:
যে সময় আপনার পেজের Fanরা বেশির ভাগ অনলাইন এ থাকে সে সময় আপনি পোষ্ট করলে পোষ্ট এর রিচ বেশি হবে এবং তারা আপনার পোষ্ট এ লাইক কমেন্ট করলে তাদের ফেসবুক বন্ধুরাও দেখতে পারে এবং তখন আপনি নতুন লাইক পেতে পারেন।
১০. Facebook Like Box:
আপনার ওয়েবসাইট এর Footer এ, Contact পেজে Facebook Like Box যুক্ত করুন, যারাই আপনার ওয়েবসাইট এ আসবে এবং আপনার ওয়েবসাইট ভালো ভাবে দেখবে তাদের অনেকেই আপনার সাথে আরো ভালোভাবে যুক্ত হওয়ার জন্য আপনার ফেসবুক পেজে লাইক দিতে পারে ।
১১. Reference your Facebook page on your blog:
আপনি আপনার ব্লগ এর আর্টিকেল এর মধ্যে আপনার ফেসবুক পেজ বা আপনার ফেসবুক পেজ এর কোন নির্দিষ্ট পোষ্টকে লিঙ্ক করতে পারেন । অবশ্যই সেটা যেন আপনার আর্টিকেল এর সাথে সম্পর্কযুক্ত হয় । সেখান থেকে একটু লিঙ্ক তৈরি হবে আর্টিকেল এর সাথে আপনার পেজের, আর্টিকেলটি ভালো লাগলে তারা আপনার পেজে লাইক দিতে পারে।
১২. Other Social Media:
আপনার ফেসবুক পেজটিকে অন্যান্য সোশ্যাল একাউন্টের সাথে যুক্ত করে নিন। যেমন: আপনার যদি YouTube –এ একটি চ্যানেল থাকে তাহলে সেই চ্যানেলের Description এবং চ্যানেল আর্টে ফেসবুক পেইজের লিঙ্ক যুক্ত করুন।
১৩. Facebook Advertisement:
অবাক হচ্ছেন, অরগানিক লাইক এর কথা বলে আবার কেন বিজ্ঞাপন এর কথা বলছি ? ফেসবুক এ বিজ্ঞাপন এর মাধ্যমেও অনেক অরগানিক লাইক পাওয়া যায়। যেমন কেউ যদি বিজ্ঞাপন দেখে লাইক দেয় তাহলে সেতার জন্য ফেসবুক টাকা চার্জ করে, আর কেউ যদি সেই বন্ধুকে দেখে লাইক দেয় তখন ফেসবুক কোন চার্জ করে না, বিজ্ঞাপন এর মাধ্যমে আপনি ২ জন এর লাইক পেয়ে গেলেন, একজনের জন্য ফেসবুক চার্জ করবে কিন্তু অন্য জনের জন্য নয়। সুতরাং অন্য জনের লাইককে আমরা অরগানিক বলতেই পারি। (সংগৃহীত)
No comments:
Post a Comment