করনীয় - বর্জনীয় (তৃতীয় অধ্যায়) - EDUCATION

Breaking

Around the World

Monday, December 30, 2024

করনীয় - বর্জনীয় (তৃতীয় অধ্যায়)


তৃতীয় অধ্যায়

একা একা কি স্কুলে যাওয়া যায়?

একা একা স্কুলে যাওয়া ঠিক না তবে মা-বাবা যেতে বললে একা যাওয়া যাবে 

 

2| স্কুলে যাবার পূর্বে কী করতে হবে?

বই, খাতা, ব্যাগ গুছিয়ে নিতে হবে নাস্তা খেতে হবে, ভালভাবে জামাকাপড় পরে স্কুলে যেতে হবে

 

শ্রেণি-কক্ষে প্রবেশের আগে কী করতে হয়?

শ্রেণি-কক্ষে যদি শিক্ষক থাকেন তবে তাঁর অনুমতি নিতে হয়

 

81 শ্রেণি-কক্ষ থেকে বাইরে যেতে হলে কী করতে হয়?

শ্রেণি-কক্ষে শিক্ষক থাকলে তাঁর অনুমতি নিতে হয়

 

শ্রেণি-কক্ষে কোথায় বসতে হয়?

শ্রেণি-কক্ষে বসার জন্য বেঞ্চ থাকে বেঞ্চের নিচু অংশে আমরা বসি আর উচু অংশে বই রাখি উচু অংশে কখনও বসা ঠিক না বেঞ্চের উপর পা তুলে বসা যাবে না যেসব স্থানে লোকজন বসে সেসব স্থানে পা তুলে বসা ঠিক না

 

শ্রেণি-কক্ষে কীভাবে বসতে হয়?

প্রথমে ক্লাসে উপস্থিত হলে প্রথম বেঞ্চে বসা যায় তবে পরে এলে অন্যের বই, খাতা সরিয়ে প্রথম বেঞ্চে বসা যাবে না

 

শ্রেণি-কক্ষে শিক্ষক-শিক্ষিকা এলে কী করব?

দাঁড়িয়ে সম্মান দেব সালাম দেব

 

শিক্ষক-শিক্ষিকা শ্রেণি-কক্ষ থেকে বের হবার সময় কী করব?

দাঁড়িয়ে সম্মান দেব সালাম দেব

 

সামনের বেঞ্চে বসার জন্য ঝগড়া করা কি ঠিক?

সামনের বেঞ্চে বসার জন্য ঝগড়া করা খুব খারাপ কাজ

 

১০ নিয়মিত স্কুলে যাওয়া দরকার কেন?

নিয়মিত স্কুলে গেলে পরীক্ষার ফল ভাল হয়

 

১১ শিক্ষক-শিক্ষিকা কাদের বেশি পছন্দ করেন?

যারা নিয়মিত স্কুলে যায়, পরীক্ষায় ভাল ফল করে ভদ্র ব্যবহার করে শিক্ষক-শিক্ষিকা তাদের বেশি পছন্দ করেন

 

১২ শ্রেণি-কক্ষে বা বরান্দায় থুথু ফেলা কি ঠিক হয়?

শ্রেণি-কক্ষে বা বারান্দায় থুথু ফেলা ঠিক না

 

১৩ কোথায় থুথু ফেলব?

ডাষ্টবিনে বা দূরে থুথু ফেলব লোকের সামনে থুথু ফেলা যায় না বেসিনে থুথু ফেললে পানি ঢেলে ধুয়ে দিতে হবে বেসিনের পানি আস্তে ঢালতে হবে যেন পানি ছিটকে বাইরে না যায় ঘরের মধ্যে, বারান্দায় থুথু ফেলা যাবে না

 

১৪ শিক্ষক-শিক্ষিকা আমাদের কী চান?

শিক্ষক-শিক্ষিকা আমাদের মঙ্গল চান

 

১৫ শিক্ষক-শিক্ষিকা কিছু করতে বললে কী করব?

শিক্ষক-শিক্ষিকা যা করতে বলেন সেগুলো ভালভাবে করব

 

১৬ শিক্ষক যখন ক্লাসে পড়ান তখন কী করব?

শিক্ষক যখন ক্লাসে পড়ান তখন শিক্ষকের কথা মন দিয়ে শোনব নিজেরা কথা বলব না

 

১৭ ক্লাসে কথা বললে কী হয়?

ক্লাসে কথা বললে শিক্ষকের কথা শোনা যায় না তাছাড়া নিজের কথা বলার কারণে অন্য কেউ যদি শিক্ষকের কথা বুঝতে না পারে তার জন্য গুনাহ হয়

 

১৮ শ্রেণি-কক্ষে শিক্ষকের সাথে কথা বলতে হলে কীভাবে কথা বলব?

শ্রেণি-কক্ষে শিক্ষকের সাথে কথা বলতে হলে দাঁড়িয়ে কথা বলব সোজা হয়ে দাঁড়াতে হবে হাত সোজা রাখতে হবে

 

১৯ শ্রেণি-প্রতিনিধির সাথে কেমন ব্যবহার করব?

শ্রেণি-প্রতিনিধি আমাদের সকলের কাজ করে দেয় তাকে আমাদের সাহায্য করতে হবে তার কথা শুনতে হবে

 

২০ পেন্সিল কাটা ময়লা, ছেড়া কাগজ ইত্যাদি কী করব?

শ্রেণি-কক্ষে কোন ময়লা ফেলব না পকেটে বা ব্যাগে বা বেঞ্চের এক পাশে ময়লা রাখব পরে বাইরে ফেলে দেব ডাষ্টবিন থাকলে ময়লা ডাষ্টবিনে ফেলব

 

২১ শ্রেণি-কক্ষে অন্যের বই, খাতা, পেন ইত্যাদি পেলে কী করব?

 যার জিনিস তাকে দেব অথবা শিক্ষকের নিকট জমা দেব

 

২২ স্কুলের কাজের লোকের সাথে কেমন ব্যবহার করব?

স্কুলের কাজের লোকদের সাথে সম্মান দিয়ে কথা বলব তাদের সাথে ভাল ব্যবহার করব

 

২৩ স্কুলের মধ্যে বয়স্ক লোক দেখলে কী করব?

স্কুলের মধ্যে কোন বয়স্ক লোক দেখলে তাঁকে অবশ্যই সালাম দেব তিনি হয়ত আমাদের শিক্ষক অথবা আমাদের কোন ছাত্র/ছাত্রীর অভিভাবক

 

২৪ স্কুলে পিকনিক কমিটি হলে তাদের সাথে কেমন ব্যবহার করব?

পিকনিক কমিটি আমাদের সকলের জন্য কাজ করে তাদের কাজে সাহায্য করতে হবে তাদের কথা মেনে নিতে হবে

 

২৫ নোটিশ-বোর্ডে দেয়া নোটিশ ছেড়া কি ঠিক হয়?

নোটিশ-বোর্ডে যেসব কাগজ দেয়া থাকে তা কখনও ছেড়া ঠিক না এটা খুব অপরাধ বন্ধুদের মধ্যে কেউ এমন কাজ করলে তাকে মানা করতে হবে

 

২৬ কোন কিছু কেনার জন্য স্কুলের গেটের বাইরে যাওয়া কি ঠিক?

খাবার, বই, পেন্সিল ইত্যাদি কেনার জন্য স্কুলের গেটের বাইরে যাওয়া ঠিক না এতে ভয়ানক বিপদ হতে পারে

 

২৭ স্কুলে কেউ অসুস্থ হলে কী করব?

তাকে সকলে সাহায্য করব প্রয়োজনে শিক্ষকদের জানাব

 

২৮ স্কুলে খেলা করার সময় ব্যথা পেলে কী করব?

স্কুলে খেলা করার সময় ব্যথা লাগতে পারে কেউ যদি ব্যথা দিয়ে থাকে তবে তার সাথে ঝগড়া করা ঠিক না ব্যথা বেশি হলে শিক্ষকদের জানাব বাড়িতে এসে মা-বাবাকে বলব

 

২৯ স্কুলে উপরের ক্লাসে যারা পড়াশোনা করেন তাদের সাথে কেমন ব্যবহার করব?

উপরের ক্লাসে যারা পড়েন তাঁদের সাথে বড় ভাই-বোনের মত নম্র, ভদ্র ব্যবহার করব সালাম দেব তাঁদের কথা শোনব

 

৩০ স্কুলে যারা নিচের ক্লাসে পড়ে তাদের সাথে কেমন ব্যবহার করব?

স্কুলে যারা নিচের ক্লাসে পড়ে তাদের সাথে ছোট ভাই-বোনের মত ব্যবহার করব তাদের আদর করব

 

৩১ স্কুল ছুটির আগে বাড়িতে চলে আসা কি ঠিক হয়?

স্কুল ছুটির আগে বাড়িতে চলে আসা কখনও ঠিক না

 

৩২ শিক্ষকদের সাথে কেমন ব্যবহার করব?

শিক্ষকদের সালাম দেব তাঁদের সাথে ভদ্র আচরণ করব

 

৩৩ লেখাপড়ায় ভাল করতে হলে কাদের সাহায্য প্রয়োজন?

লেখাপড়ায় ভাল করতে হলে শিক্ষকের সাহায্য প্রয়োজন

 

৩৪ বসে থাকা অবস্থায় গুরুজনকে কিছু দেয়া বা নেয়া কি ঠিক?

গুরুজনকে কিছু দিতে গেলে বা গুরুজনের থেকে কিছু নিতে গেলে দাঁড়িয়ে দেয়া-নেয়া করতে হবে

 

৩৫ শুধু পাস করার জন্য পড়া কি ঠিক?

শুধু পাস করার জন্য পড়া ঠিক না ভালভাবে জানতে হলে সম্পূর্ণ বই পড়তে হবে

 

৩৬ অন্যের বই, খাতা, কলম ইত্যাদি কি নেয়া উচিত?

নিজের বই, খাতা, কলম ইত্যাদি নিয়ে স্কুলে যেতে হবে অন্যেরগুলো নেয়া ঠিক না বিশেষ প্রয়োজন হলে অন্যের বই, খাতা তাকে বলে নিতে হবে তবে শিক্ষকদের কাছ থেকে নেয়া ঠিক না

 

৩৭ শ্রেণি-কক্ষে শিক্ষক না থাকলে কী করব?

শ্রেণি-কক্ষে শিক্ষক না থাকলে চুপ করে থাকতে হবে নিজেরা লেখাপড়া করব বা আস্তে আস্তে কথা বলব যেন পাশের ক্লাসে সমস্যা না হয়

 

৩৮ স্কুল ছুটি হলে কী করতে হবে?

স্কুল ছুটি হলে বই, খাতা, ব্যাগ গুছিয়ে নিতে হবে শ্রেণি-কক্ষ থেকে আস্তে আস্তে বের হতে হবে দৌড়ানো যাবে না গেটের কাছে এসে স্কুলের ভেতরে অপেক্ষা করতে হবে এমন স্থানে থাকতে হবে যেন সকলে দেখতে পায় মা-বাবা আসতে দেরি করলেও গেটের কাছে যাব না মা-বাবা আসতে যদি অনেক দেরি করে তবে গেটম্যানকে বা শিক্ষককে বলব

 

৩৯ বই, খাতার উপর নাম লেখা কি ভাল কাজ?

বই, খাতা এসবের উপর নিজের নাম, স্কুলের নাম, শ্রেণি, রোল এসব লিখে রাখতে হয়

 

801 স্কুলে নাম, ঠিকানা কি জানা প্রয়োজন?

স্কুলের নাম, ঠিকানা, ফোন নম্বর, প্রধান শিক্ষকের নাম এসব ভালভাবে জানা প্রয়োজন

 

৪১ হাতের লেখা কেমন হওয়া প্রয়োজন?

হাতের লেখা অবশ্যই সুন্দর হওয়া প্রয়োজন শিক্ষিত লোকের হাতের লেখা ভাল করা কর্তব্য

 

৪২ স্কুল ছুটির সময় বাথরুমে গেলে কী করব?

অন্য বন্ধুদের বাথরুমের সামনে দাঁড়াতে বলব অথবা স্কুলের বাথরুমে বা দরজায় যিনি তালা দেন তাকে বলে বাথরুমে যাব বইয়ের ব্যাগ বাইরে রাখব যেন অন্যলোকে দেখতে পায় খেয়াল করতে হবে যেন আমাকে বাথরুমে বন্ধ রেখে সকলে চলে না যায়

 

৪৩ বেশি বেশি লিখলে কী হয়?

হাতের লেখা ভাল হয় পড়া মনে থাকে

 

৪৪জোরে শব্দ করে টিভি দেখা বা গান শোনা কি ঠিক?

জোরে শব্দ করে টিভি দেখা বা গান শোনা কখনও ঠিক না নিজের কানের ক্ষতি হয় অন্য লোকের পড়াশোনা বা ঘুমের সমস্যা হতে পারে কোন রোগী থাকলে তার খুব কষ্ট হয়

 

৪৫ অন্যের চিঠি পড়া কি ঠিক?

অন্যের চিঠি পড়া কখনও ঠিক না অনুমতি ছাড়া কারো চিঠি পড়া, অ্যালবাম দেখা, ডায়েরি দেখা, মোবাইলে কী কী নাম্বার সেভ করা আছে, মানিব্যাগে কী কী আছে, ভ্যানিটিব্যাগে কী আছে এসব দেখা ঠিক না এসব ব্যক্তিগত বিষয়

 

৪৬ দাঁড়ানোর সময় কোন দিকে খেয়াল রাখতে হয়?

এমনভাবে দাঁড়াতে হবে যেন কারো সমস্যা না হয় শরীর সোজা করে, দুই হাত সোজা রেখে, পায়ের আঙ্গুলগুলো সন্মুখ দিকে সোজা রেখে দাঁড়াতে হবে লোকের সামনে পকেটে হাত দিয়ে দাঁড়ানো যাবে না

 

৪৭ বড় কেউ তোমার সাথে আছেন এমন সময় বন্ধুর সাথে দেখা হল, কী করবে

বড় যিনি আছেন তাঁর সাথে বন্ধুর পরিচয় করিয়ে দেব তা না হলে বন্ধুটি হয়ত হাসি-তামাশা শুরু করবে বড় যিনি আছেন তিনি অপমানিত হবেন

৪৮ কারো গোপনীয় জিনিস দেখা কি ঠিক?

 কারো গোপনীয় জিনিস দেখা ঠিক না

 

৪৯ কারো বাড়িতে বেড়াতে গেলে তাদের কাজের লোক তোমার কথা শুনল না, কী করবে?

অন্যদের কাজের লোককে বকা ঠিক না কোন সমস্যা হলে যাদের কাজের লোক তাদের কাছে বিষয়টা বলা যেতে পারে

  3333333333333333333333333333333333333333333333333333333333333

৫০ লোকে টাকা পাবে অনেকদিন পর মনে হল, কী করব?

পাওনাদারের টাকা পরিশোধ করে দেব পাওনাদার বা তার পরিবারকে না পাওয়া গেলে বেশি করে দান করে দেব

No comments:

Post a Comment