ফেসবুকের প্রভাবে নৈতিকতা হারাচ্ছে শিশুরা। - EDUCATION

Breaking

Around the World

Thursday, August 25, 2016

ফেসবুকের প্রভাবে নৈতিকতা হারাচ্ছে শিশুরা।


সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রভাবে নৈতিক উন্নয়নে বাধাগ্রস্ত হচ্ছে সন্তানরা। সন্তানদের উপর নেতিবাচক এমন প্রভাব নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। 
ব্রিটেনের সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, দেশটির প্রায় অর্ধেক অভিভাবক বিশ্বাস করেন, তাদের সন্তানরা ফেসবুকের কারণে নৈতিকতা থেকে দূরে সরে যাচ্ছে। শনিবার প্রকাশিত ইউনিভার্সিটি অফ বার্মিংহাম-এর জুবিলি সেন্টার ফর ক্যারেক্টার অ্যান্ড ভারচু থেকে প্রকাশিত এক জরিপে তথ্য জানা যায়।
তথ্য অনুযায়ী, দেশটির মাত্র ১৫ শতাংশ অভিভাবকের ধারণা- তাদের সন্তানের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইতিবাচক প্রভাব রয়েছে, আর বাকীদের ধারণা নেতিবাচকের।
প্রতিবেদনে জানানো হয়, জরিপে অংশ নেয়া ২৪ শতাংশের মধ্যে ক্ষমা-আত্মনিয়ন্ত্রণ, ২১ শতাংশের মধ্যে সততা, ২০ শতাংশের মধ্যে ন্যায়বোধ ১৮ শতাংশের মধ্যে নম্রতা ছিল না।
প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, ৬০ শতাংশ মানুষের মধ্যে সবচেয়ে নেতিবাচক প্রভাব ছিল রাগ। আর ৫১ শতাংশের মধ্যে দাম্ভিকতা, ৪১ শতাংশের মধ্যে খারাপ সিদ্ধান্ত, ৪৩ শতাংশের মধ্যে অজ্ঞতা এবং ৩৬ শতাংশের মধ্যে ঘৃণা লক্ষ্য করা যায়

No comments:

Post a Comment