Ø কাজ হল এমন একটি নিরন্তর প্রক্রিয়া যা কখনই শেষ করা যায় না ।
Ø কাষ্টমারের স্বার্থ দেখা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি গুরুত্বপূর্ণ পরিবারকে সময় দেয়া ।
Ø বিপদে পড়লে আপনার বস/ক্রেতা কেউ-ই সাহায্যের হাত বাড়াবে না, আপনার পরিবার ও বন্ধুরাই আপনার জন্য এগিয়ে আসবে ।
Ø জীবনটা শুধু কাজ, অফিস আর ক্রেতা নিয়েই নয়। জীবন আরও অনেক মূল্যবান কিছুর সমষ্টি, সামাজিকতা, আরাম-আয়েস ও ব্যায়ামের জন্য আপনার সময় বের করা জরুরী, জীবনকে অর্থহীন করবেন না।
Ø যে ব্যক্তি অফিস সময়ের পরেও দীর্ঘক্ষণ অফিসে কাজ করে সে আসলে পরিশ্রমী নয়। সে আসলে এতটাই বোকা যে সে নির্ধারিত সময়ে কাজ গুছিয়ে উঠতে পারে না। সে জীবন থেকে কিছু অর্জন করতে পারে না কারণ তার ব্যক্তিগত ও সামাজিক জীবন বলতে কিছু নেই। সে তার কাজে অদক্ষ ও অকর্মণ্য ।
Ø জীবনে সংগ্রাম ও নষ্ট করে লেখাপড়া করেছেন কি নিজেকে মেশিনে পরিণত করার জন্য?
Ø যদি আপনার বস আপনাকে বাধ্য করে অফিস থেকে দেরী করে ফিরতে তবে বুঝতে হবে তিনিও অদক্ষ আর তার জীবনটাও অর্থহীন, সুতরাং এই লেখাটি তাকে দেখান।
> যথা সময়ে অফিস থেকে বের হওয়ার অর্থ
· দক্ষ ।
· সুন্দর সামাজিক জীবন ।
· উন্নত পারিবারিক জীবন ।
> দেরী করে অফিস থেকে বের হওয়ার অর্থ
· অদক্ষ ও অকর্মণ্য ।
· কোন সামাজিক জীবন নেই ।
· কোন পারিবারিক জীবন নেই ।
আপনার কাজকে ভালোবাসুন
তবে কোম্পানীকে নয়
কেননা আপনি জানেন না
ঠিক কখন কোম্পানীটি আপনাকে আর ভালোবাসবে না ।
------- ড. এ.পি.জে আব্দুল কালাম
No comments:
Post a Comment