Benefits of Belly Flower - EDUCATION

Breaking

Around the World

Saturday, September 16, 2023

Benefits of Belly Flower

 
 
বেলি ফুলের উপকারিতা-

বেলি ফুল আমাদের ত্বকের যত্নে ,চুলের যত্নে এছাড়া বিভিন্ন রোগ  নিরাময়ে সাহায্য করে।


ত্বকের যত্নে বেলি ফুল -

ত্বক টানটান ও মসৃণ করতে বেলি ফুল খুব কার্যকর। বেলি ফুল রস করে নিয়ে এর সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে ও সামান্য পরিমাণ মধু মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে মাখতে পারেন। এতে  সব ধরনের ত্বকের জন্য খুবই ভালো ফলাফল পাওয়া যায়। বেলি ফুলের প্যাক তৈরি করে মাখতে পারেন।


চুলের যত্নে বেলি ফুল-

চুলের যত্নে বেলি ফুলের তেল খুবই গুরুত্বপূর্ণ। বেলি ফুলের তেল ঘরেই তৈরি করা যায়। সব ধরনের সুগন্ধি তেলের মধ্যে বেলি ফুলের তেল খুবই সুগন্ধিময়। এই তেল চুলকে সুন্দর ও ঝলমলে তো করবেই, তার সঙ্গে মনে প্রশান্তি আনবে।


রোগ নিরাময়ে বেলি ফুল-

বেলি ফুলের রয়েছে ঔষুধি গুণ।‌তাই বিভিন্ন রোগ নিরাময়ের জন্য বেলি ফুল ব্যাবহার করা হয়। বেলির মূল ও কচি পাতা থেঁতো করে সিদ্ধ করে খেলে বুকে বসে যাওয়া সর্দি ভালো হয়। শ্বাসকষ্ট রোধে ও কার্যকরী। পেটের কৃমি নিরাময়ের জন্য বেলি ফুলের রস গরম পানির সঙ্গে খেলে উপকার পাওয়া যায়। বেলের মূলের রস ও আতপ চাল ধোয়া পানি ও চিনি মিশিয়ে খেলে বমি বমি ভাব দূর হয়।

তাই আমাদের বেলি ফুলের রয়েছে খুবই প্রয়োজনীয়তা। যেটা আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে।


No comments:

Post a Comment