ঠোঁট গোলাপি করার উপায়-
মুখের সৌন্দর্যের জন্য ঠোঁটকে গোলাপি করা খুবই প্রয়োজন। গোলাপি ঠোঁট মুখের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। গোলাপি ঠোঁট সবথেকে আকর্ষণীয়। তাই সহজে ঘরে বসে প্রাকৃতিক উপায়ে ঠোঁটকে গোলাপি করতে পারেন।
ঠোঁট গোলাপি করার উপায় গুলো:
> লেবুর রস:লেবুর রস খুবই ভালো একটি ব্লিচিং উপাদান। লেবুর রস ব্যবহার করে ঠোঁটের কালো দাগ দূর করতে পারেন। এটা নিয়মিত ব্যবহারে ঠোঁটগুলো আপনি গোলাপি করতে পারেন।
> গোলাপের পাপড়ি: গোলাপ ফুলের পাপড়ি দিয়ে ঠোঁট গোলাপি করতে পারেন।
> চিনি: চিনি দিয়ে র্স্কাব করে ঠোটের কালো দাগ দূর করে ঠোঁটকে সহজে গোলাপি করতে পারেন।
এক চামচ মধু ওর লেবুর রস মিশিয়ে নিয়ে ঠোঁটে লাগাতে পারেন। মধু ত্বককে মশ্চারাইজার করে। ঠোঁটের কালচে ভাব দূর করতে অ্যালোভেরা জেল ব্যবহার করেন। অ্যালোভেরা জেলের রয়েছে ঔষুধি গুণ। যা ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে।
ঠোঁটের কালচে ভাব কমাতে শসার রস ব্যবহার করতে পারেন।
এইসব নিয়ম গুলি কাজে লাগে সহজে প্রাকৃতিকভাবে ঠোঁটকে গোলাপি করুন।
No comments:
Post a Comment