Love Roses - EDUCATION

Breaking

Around the World

Saturday, June 18, 2022

Love Roses


Roses Are A Symbol Of Love. 

ভালোবাসা একটা  পবিত্র জীবন। ভালোবাসা প্রতিটা মানুষের মনে থাকে। যে ভালোবাসা কাউকে দেখানো যায় না। ধরা, ছোঁয়া বা স্পর্শ করা যায় না। মধুর ভালোবাসা প্রকাশ করতে মানুষ এই তাজা গোলাপ ফুল ভালোবাসার প্রতিক হিসেবে ব্যবহার করে।গোলাপ ফুল ভালোবাসার মানুষকে তার মনের টান বোঝাতে পারে। গোলাপ ফুল সবার প্রিয় ফুল। গোলাপ ফুল সবাই ভালোবাসে তাই সে যে মানুষটা কে ও ভালোবাসে তাকে ও গোলাপ ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করে।

No comments:

Post a Comment