চুলের সৌন্দর্যের জন্য জবা ফুলের উপকারীতা-
জবা ফুলের মধ্যে অ্যামিনো অ্যাসিড উপাদান আছে যা ক্যারোটিন উৎপাদনে সাহায্য করে। জবা ফুল চুলের জন্য খুবই উপকারী। নারকেল এবং জবা ফুলের তেল চুলের স্ক্যাল্পে পুষ্টি যোগায় এবং চুল গজাতে সাহায্য করে। তাছাড়া স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে।
নারকেল এবং জবা ফুলের তেল তৈরি করার উপায়
জবা ফুলের সাতটি পাতা এবং সাতটি জবা ফুল ভালো করে ধুয়ে পেষ্ট বানিয়ে নিতে হবে। তারপর একটি প্যানে এক কাপ অলিভ অয়েল ও এক চা চামচ কাস্টার অয়েল মিশিয়ে গরম করে নিন।
তারপর গরম তেলে পেস্টটি মিশিয়ে কিছু সময় ফুটিয়ে নিন।
তেলটি ঠান্ডা হয়ে গেলে পরিমাণ মতো তেল নিয়ে মাথার স্ক্যাল্পে ম্যাসাজ করুন। তার এক ঘন্টা পর শ্যাম্পু করে নেবেন। এটি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করতে হবে।
তারপর দেখবেন যে আপনার চুল শক্ত মজবুত ও সিল্কি হবে এবং চুল পড়া রোধ করবে ও নতুন চুল গজাবে।
No comments:
Post a Comment