Blackhead Removal Tips - EDUCATION

Breaking

Around the World

Tuesday, June 7, 2022

Blackhead Removal Tips


ব্লাকহেডস দূর করতে প্রাকৃতিক উপায়ে স্ট্রিপ তৈরি করুন বাড়িতেই-

ব্লাকহেডস অপসারণের জন্য মানুষ অনেক কিছু করে থাকে। তবে সহজেই কেউ এটা দূর করতে পারে না। ব্লাকহেডস অপসারণ স্ট্রিপ ব্যবহার করলে ব্লাকহেডস এর সমস্যা দূর হবে। সহজেই আপনি প্রাকৃতিক জিনিস দিয়ে এই স্ট্রিপ তৈরি করতে পারবেন। 

ব্লাকহেডস অপসারণ করার জন্য আপনি চিনির স্ট্রিপ তৈরি করতে পারেন। এর জন্য আপনি প্রথমে ৪ চা চামচ চিনি,২ চা চামচ মধু এবং ১ চা চামচ লেবুর রস নিন। তারপর এগুলো মিশিয়ে নিন জালো করে। তারপর এটাকে অল্প আঁচে গরম করুন। তারপর এটা নামিয়ে গ্লিসারিন নিন ২ চা চামচ ভালো করে মিশিয়ে নিন। 

পরে এই মিশ্রণটি নাকের উপর প্রয়োগ করুন। চারপাশে ভালো করে নিন। এটাকে ২০ মিনিট রাখুন। শুকিয়ে যাওয়ার পর এটাকে টেনে তুলুন। 

এতে সহজেই আপনার ব্লাকহেডস অপসারণ হয়ে যাবে।

No comments:

Post a Comment