Ways To Get Rid Of Dark Spots On The Body - EDUCATION

Breaking

Around the World

Tuesday, June 7, 2022

Ways To Get Rid Of Dark Spots On The Body

 
শরীরর বিভিন্ন স্থানের কালো দাগ দূর করুন সহজ উপায়ে-

শরীরের যে কোনো স্থানের যেকোনো কালো দাগ দূর করতে একটা লেবুর অর্ধেকটা নিয়ে তার সাথে ১০ টেবিল চামচ দুধ মিশিয়ে নিন। তারপর এটা আপনার শরীরের কালো স্থানে তুলি দিয়ে লাগিয়ে নিন। এটা লাগিয়ে ১০ মিনিট রাখুন এরপর ধুয়ে ফেলুন। মনে রাখবেন লেবু ত্বকে বেশি সময় রাখবেন না। বেশিক্ষণ রাখলে ত্বক পুড়ে যেতে পারে।

No comments:

Post a Comment