ইসলাম ও মুসলিমদের নিয়ে খবর সংশোধন করেন যিনি - EDUCATION

Breaking

Around the World

Wednesday, February 1, 2017

ইসলাম ও মুসলিমদের নিয়ে খবর সংশোধন করেন যিনি


মিকদাদ ভার্সি নামের যুক্তরাজ্যের এক ব্যক্তি প্রতিদিনের খবরের কাগজে ইসলাম মুসলিম সম্পর্কে যেসব খবর ছাপা হয় সেগুলো নিয়ে গবেষণা করেন। খবরে কোনও ভুল বা অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে সেগুলো সংশোধন করেন
খবর বিবিসির

গত বছর একটি পত্রিকা প্রতিবেদনে যুক্তরাজ্যে মুসলিমদের সংখ্যা নিয়ে প্রতিবেদন করেছিল এবং সে খবর নিয়ে চ্যালেঞ্জ করেছিলেন মিকদাদ ভার্সি। ভ্রান্তিমূলক বলে ওই খবরকে চ্যালেঞ্জ করেন তিনি
পূর্ব লন্ডনে মুসলিম কাউন্সিলের সহকারি সেক্রেটারি জেনারেল মিকদাদ ভার্সি। একান্ত ব্যক্তিগত ইচ্ছা থেকেই কাজটি করেন তিনি
কোনো একটি খবর ভুল পেলে সেটি সংশোধনের আবেদন জানান ওই সংবাদ মাধ্যম এবং সংবাদ নিয়ন্ত্রক সংস্থার প্রতি। গত নভেম্বর থেকে কাজটি করে যাচ্ছেন ভার্সি। পর্যন্ত পঞ্চাশটি খবর চ্যালেঞ্জ করেছেন তিনি যার ফলাফলও দৃশ্যমান
বিবিসির এক অনুষ্ঠানে মিকদাদ ভার্সি বলেন, বড় বড় পত্রিকার খবরগুলো ভুল কিনা সেটা কেউ যাচাই করে দেখছে না। অনেক আর্টিকেল আছে যা মুসলিমদের নিয়ে বিভ্রান্তি ছড়ায়। আর মুসলিম সম্প্রদায়ের মধ্যেই এগুলো ছড়িয়ে যায় সংবাদ মাধ্যমও তা নিয়েই মেতে থাকে। আর কেউ বলছেও না যে, এটা সত্য নয়। সেজন্য তিনি এমনটি করছেন
                                                     
                                                      বিডি-প্রতিদিন

No comments:

Post a Comment