বই সম্পর্কে কিছু বাণীঃ - EDUCATION

Breaking

Around the World

Wednesday, February 1, 2017

বই সম্পর্কে কিছু বাণীঃ




   বই হীন জীবন কবর স্হানের মত।
   বই আত্মাকে প্রফুল্ল করে।
  বই নিঃসঙ্গ মুহূর্তের উত্তম ঘনিষ্ঠ বন্ধু।
     বই উত্তম পরামর্শদাতা।
           বই উত্তম অতিথী।
  বই এমন প্রতিবেশী সে কখনো অন্যের উপর বোঝা হয়না।
     বই মানুষের সাথে ষড়যন্ত্র মূলক ব্যবহার করে না।
   বই মানুষকে কপটতার মাধ্যমে ঠকায় না।
   বই ভ্রমনের দেশে উত্তম পরিচয় দানকারী্।  
   বই তার সঙ্গীকে মিথ্যা ও ধোকা দেয় না।
   বই জ্ঞানের পরিপূর্ণ একটি পাত্র।
   বই আনন্দের পরিপূর্ণ থলে।
   বই হচ্ছে বাগানের ন্যায়।
   বই মৃত ব্যক্তির হয়ে কথা বলে।
   বই তার সঙ্গীর চাহিদা অনুযায়ী কথা বলে্
   বই এমন একটি পাত্র যা তীক্ষ্ণ অনুভূতি দিয়ে ভরপুর।
   বই আনন্দের প্রতিক।
   বই জ্ঞানের প্রতিক।
    বই হীন জীবন মূল্যহীন।
   বই আপন ভুবন সৃষ্টি করে।
   বই আপন বন্ধু।
   বই অজানাকে জানায়।
   বই সামনে এগোবার প্রেরোনা।
   বই সঠিক পথের সন্ধান দেয়।
   বই সব সময়ের সঙ্গি হতে পারে।
   বই কখনো ধোকা দেয় না।
   বই পূর্বের,পরের ও বর্তমানের কথা বলে।
   বই জ্ঞানির জ্ঞান।
    বই মনকে বড় করে।
   বই কলমের আশ্রয়।
   বই মনের চোখ বাড়ায়।
   বই দেশের সুনাগরিক গড়ে তোলার প্রধান হাতিয়ার।
   বই জ্ঞানের প্রদীপ জ্বালায়।
   বই আঁধার ঘরের আলো।
   বই অন্ধের পথ চলার লাঠি।
   বই আকাশের সূর্যের মত কিরণ দিয়ে যাবে।
   বই ফুলের সৌরভ ছড়ায়।
   বই আত্মার খোরাক।
   বই মানুষকে অমর করে রাখে।
    বই মানুষকে শ্রেষ্টত্বের উচ্চশিখরে অধিষ্টিত করে।
   বই ভালো-খারাপ পৃথক করার মাধ্যম।
   বই শিক্ষার প্রধান হাতিয়ার।
   বই মনের জনালা।
   বই জীবনের প্রতিবিম্ব।
   বই আলোর পথে নিয়ে যায়।
   বই অন্ধকারকে দূরভীত করে।
   বই শ্রেষ্ট সঙ্গি।
   বই চিন্তার জগতকে বড় করে।
    বই অনন্ত যৌবনা।
   বই জ্ঞানের আঁধার।
   বই মানবিক উন্নয়নের অন্যতম উপকরন।
   বই হচ্ছে জনগনের মধ্যে প্রচারের জন্য লিখিত বণী।
   বই মানব সভ্যতার ধারক ও বাহক।
   বই অনাদি কালের সেতু বন্ধন।
   বই আদি মানব দর্শন থেকে আজকে আধুনিক মানবিক চিন্তা-ভাবনা সকলেরেই বাহক।
   বই এর উদ্দেশ্য হচ্ছে শিক্ষিত সম্প্রদায় এবং সমাজের মধ্যে জ্ঞান প্রচার,প্রসার,সংরক্ষন এবং সম্প্রচার করা।
   বই সভ্যতাকে সমৃদ্ধ করে।
     বই বাঁচতে শেখায়।
   বই যুগে যুগে জীবন মানকে উন্নত করে।
   বই ব্যক্তির জীবনের উন্নতি, চরিত্র গঠন, বুদ্ধিমত্তার বিকাশ, সংবেদনশীলতাকে সমৃদ্ধ ও উপলব্ধির নৈমিত্তিক উপকরন হিসাবে বিকল্প নেই।
   বই জ্ঞানের সোপান।
   বই উপহারের রুচিশীল সামগ্রী।
   বই মানুষ গড়ার শ্রেষ্ট হাতিয়ার।
    বই পড়া পরিবার আনন্দময় পরিবার।
   বই উৎসাহের জন্য পুরস্কার।
   বই বুদ্ধির বিকাশ ঘটায়।
   বই দূরকে কাছে এনে দেয়।
   বই জীবিতের কাছ থেকে ভাষান্তর করে থাকে।
   বই সম্পর্কে ওমর খৈয়াম বলেন- রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু
   বই খানা অনন্ত যৌবনা।যদি তেমন বই হয়।
   বই একজন ভালো বন্ধুর মত সর্বকক্ষন অনুপ্রেরনা যোগায়।
   বই আল্লাহর একটি শ্রেষ্ঠ দান। 

No comments:

Post a Comment