মহান আল্লাহর ৯৯টি নাম ও তার অর্থ - EDUCATION

Breaking

Around the World

Sunday, January 15, 2017

মহান আল্লাহর ৯৯টি নাম ও তার অর্থ


আল্লাহ্,
আর রহিম- পরম
দয়ালু,
আর রহমান- পরম
দয়াময়,
আল জাব্বার-
পরাক্রম শালী,
আল-আজিজ-
প্রবল,
আল-মুহায়মিন-রক্
ষণ ব্যবস্থাকারী
আল-মুমিন-
নিরাপত্তা বিধায়ক,
আস-সালাম-শান্তি
বিধায়ক,
আল-কুদ্দুস-
নিষ্কলুষ,
১০ আল-মালিক-
সর্বাধিকারী,
১১ আল-ওয়াহহাব-
মহা বদান্য,
১২ আল-কাহার-
মহাপরাক্রান্ত,
১৩ আল-গাফফার-
মহাক্ ষমাশীল,
১৪ আল মুসাওবির-
রুপদানকারী,
১৫ আল-বারী-
উন্মেষকারী,
১৬ আল খালিক-
সৃষ্টিকারী,
১৭ আল মুতাকাব্বির-
অহংকারের ন্যায্য
অধিকারী,
১৮ আল রাফি-
উন্নয়নকারী,
১৯ আল খাফিদ-
অবনমনকারী,
২০ আল বাসিত-
সম্প্রসারণকারী,
২১ আল কাবিদ-
সংকোচনকারী,
২২ আল আলীম-
মহাজ্ঞানী,
২৩ আল ফাত্তাহ-
মহাবিজয়ী,
২৪ আর রাজ্জাক-
জীবিকাদাতা,
২৫ আল লাতিফ- সুক্ষ
দক্ষতাসম্পন্ন,
২৬ আল আদল-
ন্যায়নিষ্ঠ,
২৭ আল হাকাম-
মিমাংসাকারী,
২৮ আল বাসির-
সর্বদ্রষ্টা
২৯ আস সামী-
সর্বশ্রোতা,
৩০ আল মুযিল্ল-
হতমানকারী,
৩১ আল-মুইয্য-
সম্মানদাতা,
৩২ আল কাবীর-
বিরাট, মহৎ,
৩৩ আল আলী-
অত্যুচ্চ,
৩৪ আশ শাকুর-
গুণগ্রাহী,
৩৫ আল গফুর-
ক্ষমাশীল,
৩৬ আল আজীম-
মহিমাময়,
৩৭ আল হালীম-
সহিষ্ণু,
৩৮ আল খাবীর-
সর্বজ্ঞ,
৩৯ আল মুজীব-
প্রার্থনা গ্রহণকারী
৪০ আর রাকীব-
নিরীক্ষণকারী,
৪১ আল কারীম-
মহামান্য,
৪২ আল জালীল-
প্রতাপশালী,
৪৩ আল হাসীব-
মহাপরীক্ষক,
৪৪ আল মুকিত-
আহার্যদাতা,
৪৫ আল হাফীজ-
মহারক্ষক,
৪৬ আল হাক্ক-সত্য,
৪৭ আশ-শাহীদ-প্রত্য
ক্ষকারী
৪৮ আল বাইছ-
পুনরুত্থান কারী,
৪৯ আল মাজীদ-
গৌরবময়,
৫০ আল ওয়াদুদ-
প্রেমময়,
৫১ আল হাকীম
বিচক্ষণ,
৫২ আল ওয়াসি-
সর্বব্যাপী,
৫৩ আল মুবদী- আদি
স্রষ্টা,
৫৪ আল মুহসী- হিসাব
গ্রহণকারী,
৫৫ আল হামিদ-
প্রশংসিত,
৫৬ আল ওয়ালী-
অভিভাবক,
৫৭ আল মাতীন-
দৃড়তাসম্পন্ন,
৫৮ আল কাবী-
শক্তিশালী,
৫৯ আল ওয়াকীল-
তত্বাবধায়ক,
৬০ আল মাজিদ-মহান,
৬১ আল ওয়াজিদ-
অবধারক,
৬২ আল কায়্যুম-
স্বয়ং স্থিতিশীল,
৬৩ আল হায়্যু-
জীবিত
৬৪ আল মুমীত-
মরণদাতা,
৬৫ আল মুহয়ী-
জীবনদাতা,
৬৬ আল মুঈদ- পুনঃ
সৃষ্টিকারী,
৬৭ আল আওয়াল-
অনাদী,
৬৮ আল মুয়াখখীর-
পশ্চাদবর্তীকারী ,
৬৯ আল মুকাদ্দিম-
অগ্রবর্তীকারী,
৭০ আল মুকতাদীর-
প্রবল, পরাক্রম,
৭১ আল কাদীর-
শক্তিশালী,
৭২ আস সামাদ-
অভাবমুক্ত,
৭৩ আল ওয়াহিদ-
একক,
৭৪ আত তাওয়াব-
তওবা গ্রহণকারী,
৭৫ আল বার্র-
ন্যায়বান,
৭৬ আল মুতাআলী-
সুউচ্চ,
৭৭ আল ওয়ালী-
কার্যনির্বাহক,
৭৮ আল বাতিন- গুপ্ত,
৭৯ আল জাহির-
প্রকাশ্য,
৮০ আল আখির-
অনন্ত,
৮১ আল মুকসিত-
ন্যায়পরায়ণ,
৮২ যুল জালাল ওয়াল
ইকরাম- মহিমান্বিত

মাহাত্ম্যপূর্ণ
৮৩ মালিকুল মুলক-
রাজ্যের মালিক,
৮৪ আর রাউফ- কোমল
হৃদয়,
৮৫ আল আওউফ-
ক্ষমাকারী,
৮৬ আল মুনতাকীম-
প্রতিশোধ গ্রহণকারী,
৮৭ আল হাদী- পথ
প্রদর্শক,
৮৮ আন নাফী-
কল্যাণকর্তা,
৮৯ আদ দারর
(
তাগুতের)
অকল্যাণকর্তা,
৯০ আল মানি-
প্রতিরোধকারী,
৯১ আল মুগনী- অভাব
মোচনকারী,
৯২ আল গানী-
সম্পদশালী
৯৩ আল জামি-
একত্রীকরণকারী,
৯৪ আস সাবুর-
ধৈর্যশীল,
৯৫ আল রশীদ-
সত্যদর্শী,
৯৬ আল ওয়ারিছ-
উত্তরাধিকারী,
৯৭ আল বাকী-
চিরস্থায়ী,
৯৮ আল বাদী-
অভিনব সৃষ্টিকারী,
৯৯ আন নূর- জ্যোতি

No comments:

Post a Comment