ইমাম গাজ্জালি - EDUCATION

Breaking

Around the World

Monday, September 5, 2016

ইমাম গাজ্জালি


প্রখ্যাত মুসলিম দার্শনিক ইমাম গাজ্জালির ছোটবেলায় স্মরণশক্তি একদম ছিল না মনে না থাকার কারণে তিনি তার প্রয়োজনীয় কথা নোট করে রাখতেন একদিনের এক ঘটনা- মরুভূমিতে গাজ্জালি ডাকাতের কবলে পড়েন ডাকাত দল তার সর্বস্ব নিয়ে যায় এমনকি তার নোট খাতাটিও তিনি তখন ডাকাত দলের কাছ থেকে তার খাতাটি রক্ষার জন্য চেষ্টা করেন গাজ্জালি ডাকাত দলের পেছনে পেছনে খাতার জন্য ছুটতে থাকেন এবং বলতে থাকেন , ‘আমার সকল জ্ঞান তোমরা নিয়ে যেও নাডাকাত দলের সর্দার উত্তর দেয়, ‘যে জ্ঞান ডাকাতে নিয়ে যেতে পারে, সে জ্ঞান দিয়ে কি হবে?’ ইমাম গাজ্জালি এরপর আর কোনো দিন কোন কিছু খাতায় নোট করেন নি পরবর্তীকালে তিনি কৌশলে অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী হয়ে ওঠেন তাঁর রচিত বিশাল বিশাল গ্রন্হ তার উজ্জল দৃষ্টান্ত।

No comments:

Post a Comment