"Education is the harmonious development of body, mind an soul" অর্থাৎ শিক্ষা হচ্ছে শরীর, মন ও আত্মার সুসামঞ্জস্য বন্ধন। শিক্ষার কারণেই মানব জাতি আজ সৃষ্টির সেরা মর্যাদার আসনে সমাসীন। শিক্ষাহীন জাতি মেরুদন্ডহীন প্রাণীর ন্যায়। কেননা "Education is the backbone of the Nation" বা শিক্ষা জাতির মেরুদন্ড।
ইসলামী শিক্ষার পরিচয়ঃ জীবনের এমন কোন দিক নেই যেখানে ইসলাম সুস্পষ্ঠ ধারণা দেয়নি। শিক্ষা সম্পর্কেও ইসলামের দৃষ্টিকোণ অত্যন্ত স্পষ্ট। তাই যে শিক্ষা ব্যবস্হায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবন বিধান হিসাবে শিক্ষা দেয়ার রুপরেখা থাকে তাই ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষা অর্জন করার পর বিদ্যার্থীদের মন- মনন, চরিত্র এমনভাবে গড়ে উঠবে যাতে শাশ্বত ইসলামের সুমহান আদর্শে জীবনের সকল কর্মকান্ড পরিচালনা করার যোগ্যতা সৃষ্টি হবে। এ শিক্ষা ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল আদর্শ হতে উন্নত ও প্রগতিশীল বলে প্রমাণিত হবে। এক কথায়- যে বিদ্যা অর্জনরে মাধ্যমে ইসলামী সম্পর্কীয় প্রয়োজনীয় জ্ঞান লাভ করা যায় তাই, ইসলামী শিক্ষা।
No comments:
Post a Comment