“রাজনৈতিক নয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক আগ্রাসনই বড় হুমকি” - EDUCATION

Breaking

Around the World

Friday, September 2, 2016

“রাজনৈতিক নয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক আগ্রাসনই বড় হুমকি”


ইংরেজিতে বহুল প্রচলিত একটি প্রবাদ আছে-
Money is lost nothing is lost
Health is lost something is lost
But character is lost everything is lost.

কোন জাতির চরিত্র নিয়ন্ত্রিত হয় সংস্কৃতির মাধ্যমে, তাই বলা যায় সাংস্কৃতিক আগ্রাসনই জাতীয় জীবনের জন্য সবচেয়ে বড় হুমকি।
সারা বিশ্বে বাতিল অপশক্তি মুসলমানদের নিশ্চিহ্ন করার লক্ষ্যে সবচেয়ে জোরালোভাবে যে কাজটা করছে তা হলো সাংস্কৃতিক আগ্রাসন। এটা এমন এক ভাইরাস যা এইডস- এর মত মারাত্মক এবং অতি দ্রুত তা সমগ্র সমাজে ছড়িয়ে পড়ে সমাজকে কলূষিত করে। স্বাস্হ্য সংক্রামক নয়, সংক্রামক হচ্ছে রোগ। এজন্যই এ রোগ মুসলিম সমাজে দ্রুত সংক্রামিত হতে পারে। কোন মুসলমান এ হামলার শিকার হলে প্রথমে তার ঈমান দ্রুত সংক্রামিত হতে পারে। ঈমান দুর্বল হলে আমল কমে যায়। কমতে কমতে এক সময় মৃত্যু ঘটে তার মুসলমানিত্বের। এ হামলার আঘাত প্রত্যক্ষ নয় এবং তাৎক্ষণিকও নয়, বরং অনেকটা অন্তপ্লাবী তাই সহজে তা সবার নজরে পড়ে না। অথচ অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক সংকট জাতীয় ব্যারোমিটারে খুব সহজেই ধরা পড়ে।
সচ্চরিত্র ও দেশপ্রেমিক নেতৃত্ব গড়তে পারলেই এ দুটো সংকট খুব সহজেই কাটিয়ে উঠা যায়। সচ্চরিত্র নেতৃত্বের জন্য প্রয়োজন সুষ্ঠু সংস্কৃতি।

No comments:

Post a Comment