কথা বলার নীতিঃ - EDUCATION

Breaking

Around the World

Saturday, January 13, 2024

কথা বলার নীতিঃ


১. কথা বলার পূর্বে সালাম দেয়া। ( সূরা নূরঃ ৬১)

২. সতর্কতার সাথে কথা বলা (কেননা প্রতিটি কথা রেকর্ড হয়) ( সূরা ক্বফঃ ১৮) ।

৩. সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা। ( সূরা বাক্বারাহঃ ৮৩; বুখারী হ/ ১৪১৩) ।

৪. অনর্থক ও বাজে কথা পরিহার করা। ( সূরা নূরঃ ৩; বুখারী হা/ ৩৫৫৯) ।

৫. কন্ঠস্বর নিচু করে কথা বলা। ( সূরা লুকমানঃ ১৯ সূরা হুজুরাতঃ ২ - ৩)

৬. বুদ্ধি খাটিয়ে কথা বলা। ( সূরা নামলঃ ১২৫)

৭. সঠিক কথা বলা ও পাপ মোচনের দুয়ার উন্মুক্ত করা । (সূরা আহযাবঃ ৭১ - ৭২) ।

৮. গাধার মত কর্কশ স্বরে কথা না বলা। ( সূরা লুকমানঃ ১৯; তিরমিযী হা/ ৪৮৫৯) ।

৯. উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা ( সূরা হা- মীম সাজদাহঃ ৩৪) ।

১০. উত্তম কথায় দাওয়াত দেয়া। ( সূরা হা- মীম সাজদাহঃ ৩৪) ।

১১. ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া। ( সূরা ছফঃ ২) ।

১২. পরিবারের সদস্যদের প্রতি ক্ষমার নীতি অবলম্বন করা । ( সূরা অারাফঃ ১৯৯) ।

১৩. মেয়েরা পর পুরুষের সাথে আকর্ষণীয় ও কোমল ভাষায় কথা না বলা। ( সূরা আহযাবঃ ৩২) ।

১৪. ছেলেরা পর নারীর সাথে আকর্ষণীয় ও কোমল ভাষায় কথা না বলা।

১৫.মূর্খ ও অজ্ঞদের সাধ্যমত এড়িয়ে চলা। ( সূরা ফুরকানঃ ৬৩) ।

(১৬) হাসি মুখে কথা বলা।

No comments:

Post a Comment