কদম ফুল বর্ষার ভালোবাসার প্রতিক। প্রেম নিবেদনের জন্য ফুল সব মানুষের প্রথম পছন্দ। তবে সব ধরনের ফুলের মধ্যে কদম ফুল। বর্ষার এক অসাধারণ শান্তি নিয়ে, প্রতিবার এক ঘোর সৃষ্টি করে। বাদল দিনের টুপটাপ বৃষ্টিভেজা ক্ষণে।
কদম ফুল বর্ষাকালীন সবুজ পাতার মাঝে হলুদ ফুল। বর্ষার সময় ভালোবাসা রাঙিয়ে দিয়ে যায়। কদম ফুল আসলেই আসাধারণ। প্রেমের সাথে রয়েছে কদম ফুলের এক নিবিড় সম্পর্ক।
পারবো না হয়তো!
করতে তোমায় গোলাপ দিয়ে বরণ।
কদম ফুলে ভরাবো দু হাত বৃষ্টিতে ভিজে দুজন...♥
No comments:
Post a Comment