নিজকে চেন - EDUCATION

Breaking

Around the World

Sunday, August 7, 2022

নিজকে চেন

 
তুমি কি জানতে চাও, আল্লাহর কাছে
তোমার সম্মান কতটকু? তাহলে দেখ,
তিনি তোমাকে কোন অবস্থায় রেখেছেন?
যদি দেখ তিনি তোমাকে তার জিকিরে
মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখ,
তিনি তোমাকে স্মরণ করতে চান।
যদি দেখ তিনি তোমাকে কোরআন দ্বারা
মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখ,
তিনি তোমার সঙ্গে কথা বলতে চান।
যদি  দেখ, তিনি - তোমাকে
ইবাদাত/আনুগত্যে ব্যস্ত
রেখেছেন,
তাহলে জেনে রেখ, তিনি তোমাকে তার
সান্নিধ্যে টেনে নিয়েছেন।
যদি দেখ, তিনি তোমাকে দুনিয়া দিয়ে
ব্যস্ত করে দিয়েছেন, তাহলে জেনে নাও,
তিনি তোমাকে দূরে ঠেলে দিয়েছেন।
 
যদি দেখ, তিনি তোমাকে লোকজনের
সঙ্গে মশগুল বানিয়ে দিয়েছেন, তাহলে
জেনে নাও, তিনি তোমাকে অপমানিত
-করেছেন।
যদি দেখ, তিনি তোমাকে দোয়ার দ্বারা
ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে নাও, তিনি
তোমাকে কিছু দিতে চান।
অতএব, সবসময় নিজের অবস্থা দেখ।
তুমি কোন কাজে মশগুল? আল্লাহ
তোমাকে যে কাজে ব্যস্ত রেখেছেন, সেটাই
তোমার অবস্থান তাঁর কাছে।
 
-মূল : ড. রাতিব আন-নাবলুসি
অনুবাদ: ড. বি. এম. মফিজুর রহমান
আল-আযহারী

No comments:

Post a Comment