শিক্ষামূলক একটি ইসলামিক ঘটনা - EDUCATION

Breaking

Around the World

Sunday, March 8, 2020

শিক্ষামূলক একটি ইসলামিক ঘটনা


-হুজুর! সৌন্দর্য যদি লুকিয়েই 
রাখতে হবে,
তাহলে আল্লাহ এতো
সৌন্দর্য্য নারীকে দিলেন
কেন ?!
বৎস! বলছি।
আগে বলো, তোমার হাতে কী?
আর এরকম কচ্ছপের মতো হাটছো
কেন?
-হুজুর, এগুলো ডিম। জোরে
হাটলে ভেঙ্গে
যাবে তো, তাই ।
-ভাঙলে অসুবিধা কী!
ডিম ভেঙ্গেই তো খেতে হবে।
-কী যে বলেন হুজুর !
ভেঙ্গে গেলে তো সর্বনাশ।
ডিম যাবে, রাস্তাও নষ্ট হবে ।
কেউ আবার তাতে পিছলে পড়ে
আমাকে গালি
দেবে ।
-তার মানে, তুমি কি ডিম
ভেঙ্গে
খেতে চাও না?
-খেতে হলে আমি এই রাস্তায়
ভাঙবো
কেন ?
বাসায় নেয়ার পর আম্মুকে
দিবো,
আম্মু রান্নার সময় ভেঙ্গে রান্না
করবেন
তারপর খাবো ।
-দেখো! সামান্য একটা ডিম
ভাঙ্গার জন্য
নির্দিষ্ট স্থান কাল এবং পাত্র
আছে, সবাই
তা জানে;
অথচ সৃষ্টিজগতের শ্রেষ্ঠ জাতি
নারীর সৌন্দর্য্য যেথায় সেথায়
প্রদর্শন
করবে,
নির্দিষ্টস্থান কাল এবং
পাত্র থাকবে না, সেটা কি
যুক্তিযুক্ত হল?
শুনো, বৎস! সৌন্দর্য্য প্রদর্শনের
নির্দিষ্ট স্থান আছে, কাল আছে,
পাত্র
আছে।
সেখানেই সৌন্দর্য প্রদর্শন করো,
অন্য কোথাও না ।

No comments:

Post a Comment