জীবনে প্রতিষ্ঠিত হতে হলে..... - EDUCATION

Breaking

Around the World

Wednesday, August 31, 2016

জীবনে প্রতিষ্ঠিত হতে হলে.....


জীবনে কে না চায় বড় হতে? সবাই বড় হতে চায়। আর একথাও বাস্তব সত্য যে মানুষ চাইলেই সব কিছু পায় না। তার পওয়ার চাহিদা মোতাবেক তাকে অবশ্যই একটা বিশেষ পন্হা অবলম্বন করতে হয়। যেমন আপনার স্বপ্ন, জীবনেে একজন মস্তবড় বিজ্ঞানী হবেন। স্বপ্ন নিয়ে বসে থাকলেই কিন্তু আপনি বিজ্ঞানী হতে পারবেনা। এ জন্য আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আবার ধরুন, আপনি দেশ বরণ্যে একজন আলেম হবেন। কিন্তু এ চিন্তা নিয়ে বসে থাকলে আপনার স্বপ্ন পূরণ হবে না। এ জন্য অবশ্যই আপনাকে প্রতিনিয়ত কুরআন, হাদিস নিয়ে গবেষনা করতে হবে। তেমনি ভাবে আপনি যদি সমাজে বা রাষ্ট্রে একজন গ্রহনীয় ব্যক্তি হতে চান তাহলে অবশ্যই আপনাকে জ্ঞানার্জনের পাশাপাশি কতগুলো বিশেষ গুণের অধিকারী হতে হবে।

No comments:

Post a Comment