চুপ হয়ে যান - EDUCATION

Breaking

Around the World

Monday, August 29, 2022

চুপ হয়ে যান

 
১.কেউ যন্ত্রণা দিচ্ছে? 
🤫 চুপ হয়ে যান। 
২.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি? 
🤫 চুপ হয়ে যান। 
৩.কোন মানুষ অনেক অপ'মান করছে?
🤫 চুপ হয়ে যান। 
৪.কেউ ঠকিয়ে গেছে? 
🤫 চুপ হয়ে যান। 
৪.কেউ আপনাকে নিয়ে তুমুল মি'থ্যা দোষা'রোপ করছে? 
🤫 চুপ হয়ে যান। 
৫.কেউ বিশ্বাস ঘা'ত'ক'তা করছে?
🤫 চুপ হয়ে যান।
>এমন নিরব হয়ে যান সে মানুষগুলো যেনো আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে । মৃ'ত হয়ে যান তাদের কাছে। 
প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না । শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না । এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আ'র্ত'নাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস । আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি ।
কিন্তু আপনি জানেন কি ? যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি , আপনাকে দম'বন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না । তাই শব্দ দিয়ে , কান্না দিয়ে দুনিয়ার সমস্ত প্রায়োরিটি দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না । 

✰ তাই নিজের স্বার্থে বাঁচুন 
নিজেকে ভালোবাসুন,,
আপনার একজন "রব" আছেন.!
সেজদায় গিয়ে বলে দিন,,
তিনি দুঃখ মুছার উপশম বিলি করেন..!!

No comments:

Post a Comment